"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Deposit Account in Bengaliএকটি ব্যাংক বা অন্য কোন জমা প্রতিষ্ঠানে সুদ বা মুনাফা আয়কারী হিসাব যেখান থেকে অর্থ উত্তলন হিসাবের আকলনস্থিতি বা credit balance পর্যন্ত সীমাবদ্ধ, তাকে Deposit Account বা জমা হিসাব বলা হয়।
Definition of VAT in BengaliVAT হলো Value-Added Tax-এর সংক্ষিপ্ত র‌ূপ। VAT বা মূল্য সংযোজন কর হলো একটি ব্যয় কর যা একটি পণ্যের ওপর অর্পিত হয় যখনই উৎপাদন থেকে বিক্রয় কেন্দ্র পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের প্রতিটি পর্যায়ে মূল্য সংযোজিত হয়।
Definition of Resume in BengaliResume বা জীবন বৃত্তান্ত হলো এক বা দুই পৃষ্ঠার একটি আনুষ্ঠানিক দলিল যা চাকরীর জন্য আশাবাদীরা নিয়োগকারী ব্যবস্থাপক এবং চাকরীর নিয়োগকারীদের কাছে তাদের কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ দক্ষতাগুলোকে চিহ্নিত করার জন্য জমা দিয়ে থাকে।
Definition of Cover Letter in Bengaliএকটি দলিল বা পত্র যা আপনি আপনার জীবন বৃত্তান্তের সাথে পাঠিয়ে থাকেন তাকে Cover Letter বা পরিচায়ক বা পরিচিতি পত্র বলে। এটা একটা জীবন বৃত্তান্ত থেকে আলাদা যা শুধু আপনার পরিচয়, দক্ষতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রগুলোর বর্ণনা দেয়না বরং আপনি কিভাবে আবেদনকৃত কাজটির জন্য উপযুক্ত তা বর্ণনা করে।
Definition of Intellectual Property in BengaliIntellectual Property বা মেধা সম্পত্তি হলো এক ধরনের সম্পত্তি যার আওতায় পড়ে মানব মেধার দ্বারা তৈরী অস্পৃশ্য সৃষ্টিসমূহ। দুই ধরনের অধিকার মেধা সম্পত্তির অন্তর্ভূক্ত: শিল্প সম্পত্তি অধিকার এবং সত্ত্বাধিকার ।
Definition of Online Promotion in BengaliOnline Promotion বা অনলাইন প্রচার হলো একটি বাজারজাতকরণ কৌশল যার আওতায় পড়ে ওয়েবসাইট ট্র্যাফিক অর্জন এবং বাজারজাতকরণ বার্তা সঠিক গ্রাহকের কাছে প্রদানের জন্য একটি মাধ্যম হিসেবে ইন্টারনেটের ব্যবহার করা।
Definition of Stock Market in BengaliStock Market বা স্টক বাজার হলো একটি জায়গা যেখানে পাবলিক তালিকাভূক্ত কোম্পানীসমূহের শেয়ারের ব্যবসা করা হয়। স্টক বাজার একটি শেয়ার বাজার যেখানে কোম্পানীসমূহের শেয়ার ছাড়াও ব্ন্ড, মিউচুয়াল ফান্ড এবং ডেরিভেটিভ চুক্তিসমূহের ব্যবসা করা হয়। আর শেয়ার বাজারে শুধুই শেয়ারের ব্যবসা করা হয়।
Definition of Share Market in Bengaliএকটি উচ্চভাবে সংগঠিত বাজার যা শেয়ারসমূহ ক্রয় ও বিক্রয়ের সুবিধা দেয় এবং যা নির্ধারিত নিয়মানুসারে পেশাগত শেয়ার কেনাবেচার দালাল ও বাজার নির্মাতাদের দ্বারা পরিচালিত হয় তাকে Share Market বা শেয়ার বাজার বলা হয়।
Digital Marketing বা ডিজিটাল মার্কেটিংDigital Marketing বা ডিজিটাল বাজারজাতকরণ হলো ডিজিটাল প্রযুক্তিসমূহ, মূলতঃ ইন্টারনেট, এছাড়াও মুঠোফোন, প্রদর্শনী বিজ্ঞাপন এবং অন্য কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবাসমূহের বাজারজাতকরণ।
Definition of Consumer Sales Promotion in Bengaliযে বাজারজাতকরণ কৌশল গ্রাহকদেরকে একটি পণ্য ক্রয় করতে প্রলুব্ধ করার জন্য ব্যবহৃত হয় তাকে Consumer Sales Promotion বা গ্রাহক বিক্রয় প্রচার বলে। এই প্রচারটা সাধারণতঃ একটি নির্দিষ্ট সময়ের জন্য বহাল থাকে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন: বাজারের অংশ বৃদ্ধি বা একটি নতুন পণ্য উন্মোচন করা।