Definition (1):
Revenue বা আয় হলো একটি ব্যবসার চলমান কার্যক্রম থেকে সম্পদসমূহের বৃদ্ধি বা দায়সমূহের হ্রাস পাওয়া।
Definition (2):
দ্রব্য বা সেবাসমূহের বিক্রয় থেকে অথবা কোনো ব্যয় বা খরচসমূহ বাদ দেয়ার পূর্বে মূলধন বা সম্পদসমূহের অন্য কোন ব্যবহার যা একটি কোম্পানির প্রধান কার্যাবলীর সাথে সম্পর্কিত, তা থেকে যে আয়ের উদ্ভব হয় তাকে রেভিনিউ বলে। ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবৃতির সবচেয়ে উপরের উপকরণ হিসেবে রেভিনিউকে দেখানো হয় যা থেকে সব ব্যয় এবং খরচসমূহ বিয়োগ করে নিট আয় নির্ণয় করা হয়।
Definition in English:
“Increase in assets or decrease in liabilities from the ongoing operation of a business.”
Use of the term in Sentences: