"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Accounting Cycle in Bengali

Accounting Cycle কাকে বলে?

Definition (1):

যে ধাপগুলোর সাহায্যে ব্যবসায়িক লেনদেনগুলো আদান-প্রদান করা হয় যেমন: বিশ্লেষণ, লিপিবদ্ধ করা, লেখা, এবং বিবরণী তৈরী করা-সেগুলোকে Accounting Cycle বা হিসাবরক্ষণ চক্র বলা হয়।

Definition (2):

হিসাবরক্ষণ চক্র হলো একটি কোম্পানির হিসাবরক্ষণ পর্বগুলো চিহ্নিতকরণ, বিশ্লেষণ, এবং লিপিবদ্ধ করার একটি সমষ্টিবদ্ধ প্রক্রিয়া। ধাপগুলোর ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয় যখন একটি লেনদেন সংঘটিত হয় এবং শেষ হয় আর্থিক বিবরণীতে এর অন্তর্ভূক্তির মাধ্যমে।

Definition in English:

“The steps-analyzing, recording, posting, and preparing reports-by which the results of business transactions are communicated.”

Use of the term in Sentences:

  • Every step in the accounting cycle should be performed carefully.
  • Try to rectify the mistakes you have made in the accounting cycle.
Share it: