"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Expenses in Bengali

Expenses কাকে বলে?

Definition (1):

Expenses বা ব্যয়সমূহ হলো একটি ব্যবসার চলমান কার্যক্রম থেকে সম্পদসমূহের হ্রাস বা দায়সমূহের বৃদ্ধি পাওয়া।

Definition (2):

একটি ব্যয় বলতে একটি কোম্পানি আয় উৎপন্ন করতে যে কার্যাবলী করে তার খরচকে বোঝায়।

Definition (3):

একটি সম্পদকে যখন আয় উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তখন সম্পদটির মূল্যে বা মানে হ্রাস পাওয়াকে ব্যয় বলা হয়।

Definition in English:

“Decrease in assets or increase in liabilities from the ongoing operation of a business.”

Use of the term in Sentences:

  • The company has incurred a lot of expenses in this new project.
  • You need to deduct the total expenses from the revenues to calculate the net income.
Share it: