Definition (1):
একটি আর্থিক বিবৃতির বিভিন্ন উপাদানসমূহকে একই আর্থিক বিবৃতির অন্য উপাদানের শতকরা হিসেবে প্রকাশ করে আর্থিক তথ্য বিশ্লেষণের একটি পদ্ধতি হলো Common-Size Statements বা সাধারণ-আকার বিবৃতিসমূহ।
Definition (2):
সাধারণ-আকার বিবৃতিসমূহ, ব্যালান্স শীট এবং আয় বিবৃতি বিশ্লেষণাত্মক শতকরা হিসাবসমূহে দেখানো হয়। অংকগুলোকে মোট সম্পদসমূহ, মোট দায়সমূহ, এবং মোট বিক্রয়সমূহের শতকরা হিসেবে দেখানো হয়।
Definition in English:
“Method of analyzing financial information by expressing various financial statement elements as a percentage of another element of the same statement.”
Use of the term in Sentences: