"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Words of three letters

  • jaw - চোয়াল ; চোয়ালের হাড় ; গালি ;
  • jay - পক্ষিবিশেষ ;
  • jet - তরল পদার্থ বাষ্প বা গ্যাসের ফিন্‌স বা শিখা। (জোরে বা বেগে) উৎসারিত করা বা হওয়া ;
  • jew - ইহুদী; ইহুদী ধর্মাবলম্বী ;
  • jib - মুখাকৃতি; চেহারা; ; /verb/স্ফীতি উলটাইয়া দেত্তয়া; স্ফীতি উলটাইয়া যাত্তয়া; উলটাইয়া দেত্তয়া; উলটাইয়া যাত্তয়া; পিছনের দিকে চলা; পাশের দিকে চলা; অসম্মত হত্তয়া; আপত্তি করা; তিনকোনা ছোট পাল; এদিক ওদিক সঞ্চালিত হওয়া;
  • jig - নৃত্যবিশেষ; দ্রুতগতি আনন্দময় সুর; দুতালে নৃত্য কর ;
  • job - কাজ; সম্পাদিত কাজ; টুকরো কাজ; চাকরি ;
  • jog - ধাক্কা ; ঈষৎ ঝঁকুনি; কনুই বা হাত দিয়া ধাক্কা দেওয়া বা ঠেলা ;
  • jot - বিন্দুঃ অত্যন্ত পরিমাণ সংক্ষেপ বা তাড়াতাড়ি টুকিয়া লওয়া ;
  • joy - উল্লাস; আনন্দ। আনন্দ করা বা দেওয়া ;
  • jug - কুঁজা ; হাতলওয়াল জলপাত্র ; জগ ;
  • jus - স্বত্ব; অধিকার; আইন; বিধি; ;
  • jut - বহির্গত বা নির্গত হওয়া,উদগত হওয়া ;
  • kef - আচ্ছান্ন অবস্থা; কুঁড়েমির মজা; আনন্দ; গাঁজা বা ভাঙ জাতীয় বস্তু; ;
  • keg - ছোট পিপা ;
  • ken - জানা; দুর হইতে দেখিয়া চিনিতে পারা ;
  • key - তালা ঘড়ি প্রভৃতির চাবি ;
  • kid - ছাগল ছানা; ছাগ শাবকের চর্ম ;
  • kin - গোষ্ঠী, জ্ঞাতিবর্গ ;
  • kip - ঘুমান; ;
  • kit - সৈনিক; নাবিক বা ভ্রমণকারীর ব্যক্তিগত জিনিসপত্র ;
  • lab - গবেষণাগার; পরীক্ষাগার; রসায়নাগার; রসশালা; laboratory-র সংক্ষিপ্ত চলিত রূপ; ;
  • lac - লক্ষ, লাক্ষা, গোলা ;
  • lad - বালক, ;
  • lag - হটে যাওয়া ;
  • lah - ধা; স্বরগ্রামের ষষ্ঠ স্বর; ;
  • lam - ক্যালানো; পেটানো; প্যাঁদানো; ধুদ্ধুড়ি নেড়ে দেওয়া; প্রহার করা; চাবুক মারা; বেত মারা; মারা; ; /noun/পলায়ন;
  • lap - কোল ; ক্রোড় ;
  • lav - lavatory-র সংক্ষিপ্ত রূপ; ;
  • law - নিয়ম, বিধি, আইন ;
  • lax - শিথিল, অমনোযোগী ;
  • lay - শায়িত করা, স্থাপন করা ;
  • lbw - leg before wicket-এর সংক্ষিপ্ত রূপ; ;
  • lcm - ল.সা.গু; ;
  • lea - ময়দান ;
  • led - অগ্রবর্তীতা নেতৃত্ব ;
  • lee - যেদিক বাতাস হইবে রক্ষিত ;
  • leg - পা, ;
  • leo - (জ্যোতি) সিংহরাশি ;
  • let - যাইতে দেত্তয়া; করিতে দেত্তয়া; বাধা দেত্তয়া; পলাইতে হত্তয়া; আসিতে দেত্তয়া; অনুমতি দেত্তয়া; হইতে দেত্তয়া; সহ্য করা; ভাড়া দেত্তয়া; ; /noun/বাধা; প্রতিবন্ধক; প্রতিরোধ; কোনো কিছু করতে দেওয়া; ভাড়া বা খাজনায় দেওয়া; ব্যাহত করা;
  • lex - আইন; কানুন; নিয়ম; বিধি; ;
  • ley - যে জমিতে সাময়িকভাবে ঘাস গজিয়ে তোলা হয়েছে; ;
  • lib - liberal এর সংক্ষিপ্ত রূপ; liberation এর সংক্ষিপ্ত রূপ; ;
  • lid - ঢাকনা ; ঢাকনি ;
  • lie - মিথ্যাবাদী ;
  • lip - অধর ; ওষ্ঠ ; ঠোঁট ; কোন বস্তুর প্রান্ত ;
  • lit - মাতাল; ;
  • lob - ডেলা; দলা; জবুথবু লোক; মারা দেওয়া; তুলে দেওয়া; ছূঁড়ে দেওয়া; ;
  • log - কাটা গাছের গুঁড়ি; চ্যালাকাঠ; কাঠের চ্যালা; পোড়ানোর জন্যে কাটা কাঠ; গাছ কাটা; কাঠ চ্যালা করা; মোটা মোটা খণ্ডে কাটা; বাধা দেত্তয়া; ; /noun/গুঁড়ি; কুঁদা; প্রতিবন্ধক; বাধা; জড়ভরত; অসাড় ব্যক্তি; অনুভূতিহীন ব্যক্তি;
  • loo - পায়খানা; স্নানকক্ষ; শৌচাগার; একধরনের বাজি-ধরা তাসখেল; পায়খানা; ;
  • lop - ছাঁটা; মাথা কাটিয়া ফেলা; মাথা ছাঁটিয়া ফেলা; প্রান্ত কাটিয়া ফেলা; প্রান্ত ছাঁটিয়া ফেলা; ছাঁটিয়া বাদ দেত্তয়া; আলগাভাবে ঝোলা; গাছের ডালপালা কেটে ফেলা; কেটে ফেলা; ;
  • lot - প্রচুর পরিমাণ ;
  • low - নীচু অসভীর ;
  • lug - হোঁটড়াইয়া টানিয়া লইয়া যাওয়া ;
  • lux - দীপনমাত্রা; ;
  • lye - একরকমের ক্ষারজাতীয় বস্তু; ;
  • m y - আমার; মম; মদীয়; ;
  • mab - পরীরানী ;
  • mac - বর্ষাতি; জলাভেদ্য বস্ত্র; জলাভেদ্য জামা; ;
  • mad - পাগল ; ক্ষিপ্ত ;
  • mag - সাময়িক পত্রিকা; ;
  • mal - অপ; ত্রুটিপূর্ণ; ;
  • man - মানুষ ;
  • map - মানচিত্র, ভুচিত্র, নকশা ;
  • mar - ক্ষতি; অনিষ্ট; ; /verb/নষ্ট করা; ক্ষতি করা; বিকলাঙ্গ করা; বিরুপ করা; বিকৃত করা;
  • mat - মাদুর ; পাপোশ ;
  • maw - ইতরপ্রাণীর জার, পাখির পাকস্থলী ;
  • may - পারা,(অনুপতি অভিপ্রায় ইচছা সম্মানবোধক) ;
  • may - মে মাস ;
  • men - মানুষগুলো, পুরুষগণ ;
  • mew - বিড়ালের ডাক ;
  • mid - মধ্যবর্তী, মধ্যস্থিত ;
  • mis - র্কু; ভুল-; প্রতিকূল; অন্যায়; মন্দ; দু; ব্যর্থ; অ; ;
  • mix - একত্র মেশা বা মেশানো,সংযুক্ত করা বা হওয়া ;
  • mob - হাঙ্গমাকারী জনতা ;
  • mod - গেলিক ভাষার কবিতা; ;
  • moo - নর্দন; গোরুর হাম্বারব; ; /verb/হাম্বারবে ডাকা; হাম্বারব করা;
  • mop - হাতলের ডগায় বাঁধা ন্যাতা ;
  • mot - সরস বচন; শিকারীর শিঙ্গাধ্বনি; সংক্ষিপ্ত বচন; সংক্ষিপ্ত বা সরস বচন; ;
  • mow - কাস্ে বা যন্এ নিয়ে ঘাস কাটা ;