Phrases Used While Leaving Someone

ইংরেজীতে এমন অনেক কিছু আছে যেগুলো আপনি কারও কাছ থেকে বিদায় নেয়ার সময় বলতে পারেন। এখানে আমরা সেগুলোর মধ্যেই দশটি সবচেয়ে প্রচলিত phrase নিয়ে আলোচনা করবো।

 

Bye! [বিদায়!]

প্রথম phrase-টি ইংরেজদের ব্যবহৃত সবচেয়ে প্রচলিত phrase। মনে রাখবেন, আমরা প্রায়ই 'Bye-bye' বলি না। এটা শুনতে কিছুটা শিশুসুলভ শোনায়।

 

Goodbye! [শুভ বিদায়!]

দ্বিতীয় phrase-টি বেশ কিছুটা আনুষ্ঠানিক।

 

Bye for now! [এখনকার জন্য বিদায়!]

তৃতীয় phrase-টি বেশ অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণ। এর অর্থ আপনি আশা করেন যে অপর ব্যক্তিটিকে আপনি শীঘ্রই আবার দেখবেন।

 

See you! / See ya! [দেখা হবে!]

চতুর্থ phrase-টিও তৃতীয়টির অনুরূপ।

 

Be seeing you! [দেখা হচ্ছে!]

পঞ্চম phrase-টিও আগের দুটির অনুরূপ।

 

See you soon! [শীঘ্রই দেখা হবে!]

এই phrase-টিও আগের তিনটির অনুরূপ।

 

I'm off. [আমার ছুটি]

সপ্তম phrase-টি সংক্ষিপ্ত এবং বেশী বিনয়ী না। এখানে কোন বিদায়সূচক শুভেচ্ছা না জানিয়েই আপনি বলছেন যে, আপনি চলে যাচ্ছেন।

 

Cheerio! [চিআরিওউ!]

অষ্টম phrase-টি কিছুটা পুরনো কিন্তু বেশ অনানুষ্ঠানিক।

 

Catch you later! [পরে দেখা হবে!]

নবম phrase-টিও খুব অনানুষ্ঠানিক যা বোঝাচ্ছে যে আপনি অপর মানুষটিকে আবার শীঘ্রই দেখার আশা রাখেন।

 

Good night! [শুভ রাত্রি!]

দশম phrase-টি আপনি কেবলমাত্র রাতেই ব্যবহার করতে পারেন।