"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Express Someone is Correct

কেউ আপনাকে ইংরেজীতে জিজ্ঞেস করলো, “আপনি একজন বাঙ্গালী, তাই না?” এখানে আমরা দশটি ইংরেজী অভিব্যক্তি আলোচনা করবো যার মাধ্যমে আপনি বলতে পারেন যে এই তথ্যটি সম্পূর্ণ সঠিক।

 

Yes, that's right. [হ্যাঁ, তা ঠিক]

প্রথম phrase-টি বেশ নিরপেক্ষ এবং ব্যক্ত করছে যে অপর মানুষটি যা জিজ্ঞেস করছে তা সত্য।

 

You're quite right. [আপনি বেশ সঠিক]

দ্বিতীয় phrase-টিও প্রথম phrase-টির অনুরূপ।

 

Yes, that's correct. [হ্যাঁ, তা সঠিক]

তৃতীয় phrase-টিও প্রথম দুইটির অনুরূপ।

 

That's spot on. [তা একেবারে সঠিক]

চতুর্থ phrase-টি বোঝাচ্ছে যে তথ্যটি খুব নিখুঁত এবং আপনি হয়তোবা আশ্চর্য হয়েছেন যে, অন্য বক্তা কতটা সঠিক কথা বলেছেন। এটা সাধারণতঃ ব্রিটিশ ইংরেজীতে ব্যবহৃত হয়।

 

You're dead right (there). [আপনি একদম ঠিক (এ ব্যাপারে)]

পঞ্চম phrase-টিও চতুর্থ phrase-টির অনুরূপ।

 

Absolutely. [একেবারে]

এই phrase-টিও আগের দুটির অনুরূপ।

 

You've hit the nail on the head. [আপনার অনুমান একেবারে সঠিক]

সপ্তম phrase-টি একটি বাগধারা যার অর্থ অপর ব্যক্তিটির প্রশ্ন বা বক্তব্য সম্পূর্ণ সত্য।

 

You could say so. [তা বলতে পারেন]

অষ্টম phrase-টি বোঝাচ্ছে যে, আপনার মনে হয় এটা সঠিক কিন্তু অন্যরা দ্বিমত পোষণ করবেন।

 

I'm afraid so. [আমি তাই ভয় পাচ্ছি]

নবম phrase-টির অর্থ অপর মানুষটি যা বলছে তা সঠিক কিন্তু আপনি এই তথ্যটির ব্যাপারে খুশি নন। এটা সাধারণতঃ ব্রিটিশ ইংরেজীতে ব্যবহৃত হয়।

 

(I'm) sorry to say so. [আমি এটা বলার জন্য দু:খিত]

দশম phrase-টিও নবম phrase-টির অনুরূপ। এটাও সাধারণতঃ ব্রিটিশ ইংরেজীতে ব্যবহৃত হয়।

 

 

Share it: