"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Express Something is Easy

আপনি কোন কাজ করতে গিয়ে দেখলেন যে কাজটা বেশ বা খুব সহজ বা এমন কোন কাজ করতে গেলেন বা কাউকে করতে দেখলেন যাতে আপনি খুব পারদর্শী, তখন স্বভাবতই আপনি বলতে চাইবেন যে কাজটা বেশ বা খুব সহজ। এখানে আমরা এমন দশটি অভিব্যক্তি আলোচনা করবো যেগুলো ব্যবহার করে আপনি বলতে পারেন যে কাজটি সহজ।

 

It's a doddle. [এটাতো জলভাত]

প্রথম phrase-টি ব্যক্ত করছে যে, কাজটা খুবই সাধারণ।

 

Easy peasy. [খুব সহজ]

দ্বিতীয় phrase-টিও প্রথম phrase-টির অনুরূপ।

 

It's a cinch. [এটা একটা সহজ কাজ]

তৃতীয় phrase-টিও প্রথম দুইটির অনুরূপ।

 

There's nothing to it. [এতে কিছুই নেই]

চতুর্থ phrase-টি বোঝাচ্ছে যে, আপনার এ ব্যাপারে চিন্তা করার কোন প্রয়োজন নেই। আপনি কোন চিন্তা, ভাবনা ছাড়াই কাজটা করতে পারেন।

 

Anyone can do it. [এটা যে কেউ করতে পারে]

পঞ্চম phrase-টির অর্থ হচ্ছে এটা এতোই সহজ যে প্রত্যেকেই এটা করতে পারে।

 

It's child’s play. [এটাতো শিশুর খেলা]

ষ্ষ্ঠ phrase-টি বোঝাচ্ছে যে, এটা এতোই সহজ যে ছোট শিশুরাও কাজটা করতে পারবে।

 

It's a walk in the park. [এটাতো পার্কে হাঁটার মতো]

সপ্তম phrase-টির অর্থ হচ্ছে কাজটা এতোই সহজ যেনো পার্কে হাঁটা।

 

It's not rocket science. [এটা রকেট বিজ্ঞান না]

অষ্টম phrase-টি ব্যক্ত করছে যে, এটা রকেট তৈরীর মতো কঠিন কাজ না।

 

It's easy as pie / easy as a,b,c. [এটা পাই বা a,b,c-র মতো সহজ]

এই phrase-টিও ষ্ষ্ঠ phrase-টির অনুরূপ।

 

I can do it with my eyes shut. [এটা আমি চোখ বন্ধ করে করতে পারি]

দশম phrase-টি বোঝাচ্ছে যে, এটা এতোই সহজ যে আপনি না দেখেও কাজটা করতে পারেন অর্থাৎ চোখ বন্ধ করে।

 

 

Share it: