"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Describe People Who We Like

আমরা যখন কাউকে পছন্দ করি, তার সম্বন্ধে সুন্দর কিছু বলতে চাই। যদি কেউ ইংরেজীতে জানতে চায় যে আপনার পছন্দের মানুষটি আসলে কেমন, তখন তাকে পছন্দ করার কারণগুলো বলার জন্য কিছু গুণবাচক adjective আপনাকে জানতে হবে। সেরকমই কিছু অভিব্যক্তি নিয়ে আমরা এখানে আলোচনা করবো যা আপনি কথা বলা এবং লেখার সময় ব্যবহার করতে পারবেন।

 

Warm-hearted / friendly (আন্তরিক/ বন্ধুত্বপূর্ণ)

এই শব্দগুলো দিয়ে এমন কাউকে বোঝায় যে সহজেই অন্য কারও সাথে বন্ধুত্ব করতে পারে।

 

Good-looking (সুদর্শন/ সুদর্শনা)

এই adjective-টি এমন কাউকে বোঝায় যে দেখতে সুন্দর- হতে পারে সে পুরুষ অথবা মহিলা।

 

Hard-working (কঠোর পরিশ্রমী)

এই শব্দটি দিয়ে এমন কাউকে বোঝায় যে অনেক কাজ করে বা খুব পরিশ্রমী।

 

Bright (বুদ্ধিমান)

এই adjective-টি দিয়ে এমন কাউকে বোঝায় যে বুদ্ধিমান।

 

Generous / Kind (উদার/ দয়ালু)

এই শব্দগুলো দিয়ে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে প্রায়ই অন্যদের জিনিসপত্র দিয়ে সাহায্য করে বা অন্যদের সমস্যার সমাধান করে আনন্দ পায়।

 

Full of energy / energetic (উদ্যমী/ কর্মশক্তিসম্পন্ন)

এই adjective-গুলো দিয়ে এমন কাউকে বোঝায় যে সবসময়ই কর্মচঞ্চল থাকে, কখনই ক্লান্ত হয় না এবং যার প্রচুর কর্মশক্তি আছে।

 

Thoughtful / Considerate (চিন্তাশীল/ সহানুভূতিশীল)

এই শব্দগুলো দিয়ে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে কোনোকিছু করার আগে অন্যদের সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করে।

 

Easy-going (স্বচ্ছন্দ)

এই adjective-টি দিয়ে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে নিশ্চিন্ত ও শান্ত এবং সহজে অন্যদের ওপর রাগ করে না।

 

Reliable / responsible (নির্ভরযোগ্য/ দায়িত্বশীল)

এই adjective-গুলো দিয়ে এমন কাউকে বোঝায় যে সবসময় যা করবে বলে তা করে।

 

Truthful / honest (সত্যবাদী/ সৎ)

এই শব্দগুলো দিয়ে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে সত্য কথা বলে এবং অন্য কারোর কাছ থেকে কোনোকিছু নেয় না বা চুরি করে না। অর্থাৎ একজন নির্লোভ এবং সত্যবাদী মানুষ।

 

 

Share it: