"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Ask Somebody’s Opinion

নিজের মতামতটা স্পষ্ট এবং দৃঢ়ভাবে অন্যকে জানানোর আগে তাদের মতামতটা জেনে নেয়া ভালো। হতেও পারে, তারা আপনার সাথে সম্পূর্ণভাবে অসম্মতি প্রকাশ করলো। এখানে কথা বলা এবং লেখার সময় ব্যবহার করতে পারেন এমন দশটি অভিব্যক্তি আলোচনা করা হলো।

What do you think of...? [তুমি কি মনে কর…...এ ব্যাপারে?]

এটা মতামত জানতে চাওয়ার একটি সাধারণ phrase। এর পর একটি noun বা gerund (ing form) যুক্ত হয়। এটা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাবেও ব্যবহার করা যায়। অনানুষ্ঠানিকভাবে ব্যবহারের ক্ষেত্রে ‘Do you’, ‘D’you’ হয়ে যায়।

 

What do you think about...? [তুমি কি মনে কর…...সম্বন্ধে?]

“What do you think about...?” phrase-টিও আগের phrase-টির অনুরূপ।

 

How d'you feel (about...)? [তুমি কি অনুভব করো (এ ব্যাপারে)?]

এই phrase-টি আরও অনানুষ্ঠানিক। আমরা একে ‘about’-এর সাথে ব্যবহার করতে পারি এবং এর পর একটি noun বা gerund phrase যুক্ত করতে পারি। যেমন: 'How d'you feel about going on a holiday?'

 

What d'you reckon (about...)? [তুমি কি বিবেচনা করো (……সম্বন্ধে)?]

এই অভিব্যক্তিটিও আগেরটিরই অনুরূপ।

 

What's your opinion of...? [তোমার মতামত কি…এ ব্যাপারে?]

এটাও মতামত জানতে চাওয়ার একটি সাধারণ phrase। এর পর একটি noun বা gerund (ing form) যুক্ত হয়।

 

(What do you think about) that? [(তুমি কি মনে কর) সে ব্যাপারে?]

অন্য একটি sentence-এর পর ‘that’-সহ আপনি এই phrase-টি ব্যবহার করবেন। যেমন: ‘They are starting a new business. What do you think about that?’

 

What are your views on...? [আপনার দৃষ্টিভঙ্গি কি….?]

এই phrase-টি অনেক আনুষ্ঠানিক যা আপনি সাক্ষাৎকার বা খবরে শুনে থাকতে পারেন। এটা আপনি কোন ব্যবসাসংক্রান্ত সভায় ব্যবহার করতে পারবেন।

 

Where do you stand (on...)? [আপনার অবস্থান কোথায় (…এ ব্যাপারে)?]

এই অভিব্যক্তিটিও আগেরটিরই অনুরূপ।

 

What would you say to... / if we...? [আপনি কি বলবেন…. কে/ যদি আমরা….?]

এই phrase-টি কোন বিষয়ে বা কোন প্রস্তাবে অপর মানুষটির মতামত জানতে চায়। আপনি ‘to’-এর পর একটি একটি noun বা gerund ব্যবহার করবেন এবং 'if we'-এর পর একটি past verb-সহ sentence ব্যবহার করবেন।

 

Are you aware of......? [আপনি কি অবগবত আছেন…. এ ব্যাপারে?]

এটা পরোক্ষভাবে মতামত জানার একটি উপায়। আপনি জানতে চান যে অন্য মানুষটি পরিস্থিতি সম্পর্কে জানেন কিনা। এরপর আশা করা হয় যে তারা মতামতসহ একটি প্রতিক্রিয়া জানাবেন।

 

Share it: