অনেক কাজ বা চাকরী আছে যেগুলো স্বাস্থ্য এবং হাসপাতালের সাথে সম্পর্কিত। আপনারা সম্ভবতঃ নার্স এবং ডাক্তারদের সম্পর্কে আগে থেকেই জানেন। এখানে আরও দশটা স্বাস্থ্য সম্পর্কিত কাজ সম্বন্ধে আলোচনা করা হলো যেগুলো আপনার জানার প্রয়োজন হতে পারে।
একজন সাধারণ পারিবারিক চিকিৎসককে আমরা 'General Practitioner' বলে থাকি। আমরা তার সাথে বাড়ীর কাছের একটি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাক্ষাৎ করতে পারি। স্বাস্থ্যকেন্দ্রটিকে একটি প্র্যাক্টিস বলা হয়।
বিশেষজ্ঞ হচ্ছেন এমন একজন চিকিৎসক যিনি একটি বিশেষ অঙ্গ সম্পর্কে অনেক কিছু জানেন। যেমন-চোখ, মস্তিষ্ক এবং নাক, কান, গলা প্রভৃতি।
সার্জন হলেন একজন বিশেষ চিকিৎসক যিনি হাসপাতালে রোগীদের ওপর অপারেশন করেন।
থিয়েটার নার্স হলেন এমন একজন নার্স যিনি একটি অপারেশন থিয়েটারে অপারেশনে সাহায্য করেন।
দন্ত বিশেষজ্ঞ হলেন একজন চিকিৎসক যিনি আপনার দাঁত দেখেন এবং এর ওপর কাজ করে এর চিকিৎসা করেন।
ডেন্টাল হাইজিনিস্ট হচ্ছেন একজন ব্যক্তি যিনি মানুষের দাঁত পরিষ্কার করেন এবং তাদেরকে শেখান যে কিভাবে যথাযথভাবে দাঁত পরিষ্কার করতে হয়।
পদচিকিৎসক একজন চিকিৎসক যিনি মানুষের পায়ের পাতার পর্যবেক্ষণ করেন এবং এর রোগ বা আঘাতের চিকিৎসা করেন।
অপটিশিয়ান হলেন এমন একজন চিকিৎসক যিনি চোখের চিকিৎসা করেন। আপনার চশমা বা কনটাক্ট লেন্সের প্রয়োজন হলে আপনি একজন অপটিশিয়ানের কাছে যান।
প্যারামেডিক হলেন একজন ব্যক্তি যিনি কোন দুর্ঘটনা ঘটলে সেখানে পৌঁছে যান এবং আহতদের চিকিৎসা প্রদান করেন।
Vet / Veterinarian হচ্ছেন একজন চিকিৎসক যিনি পশুদের চিকিৎসা করেন।