কারোর সাথে দেখা হলে আমরা প্রায়ই বলে থাকি যে আমরা কোথা থেকে এসেছি। কিভাবে বিভিন্ন উপায়ে আমরা এটা বলতে পারি, এখানে সেটাই আলোচনা করবো। উদাহরণ হিসেবে এখানে ”Chittagong” ব্যবহৃত হয়েছে, আপনারা যেখান থেকে এসেছেন বা যেখানে জন্মেছেন, সে স্থানের নাম ব্যবহার করতে পারেন।
এই অভিব্যক্তিটি, আপনি কোথা থেকে এসেছেন, এই তথ্যটি দেয়ার খুব প্রচলিত একটি উপায়।
এই phrase-টিও প্রথম phrase-টির অনুরূপ।
অনেক শহরকেই এভাবে ব্যবহার করা যায়, যেমন: Dhaka থেকে Dhakaia, Sylhet থেকে Sylheti প্রভৃতি।
এই phrase-টি দ্বিতীয় phrase-টির একটি version যেখানে ব্যক্তিকে না দিয়ে স্থানের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
আমরা সেখানে এখন না থাকলেও আমাদের প্রত্যেকেরই একটা দেশের বাড়ী আছে।
আপনি কোনো স্থানে “born and bred” বলতে বোঝায় যে, আপনি সেখানেই জন্মেছেন এবং বড় হয়েছেন।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও “A Chittagong boy/girl” ব্যবহৃত হয়। এর অর্থ হলো আপনি আপনার তারুণ্যের বছরগুলো সেখানে কাটিয়েছেন।
এই অভিব্যক্তিটি আপনি এমন কোনো জায়গার কথা বলতে ব্যবহার করে থাকেন যেখানে আপনি থাকেন, যদিও আপনার জন্মস্থান অন্য কোনো জায়গায়।
এই phrase-টিও আগের phrase-টির অনুরূপ।
এমন কোন জায়গার কথা বলতে এই অভিব্যক্তিটি বেশী প্রচলিত যেখানে আমরা অনেক দিন ধরে থাকি কিন্তু আমাদের জন্ম সেখানে নাও হতে পারে। আপনি যদি আপনার কাজের কারণে থাকার জায়গা পরিবর্তন করে থাকেন তাহলে এই phrase-টি ব্যবহার করতে পারেন।