"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Sound Walk

"Sound walk" সাধারণত "sound" বা শব্দ এবং "walk" বা হাঁটার সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এখানে এমন ধরনের হাঁটাকে বুঝায় যেখানে মানুষ প্রকৃতির নানান শব্দের দিকে মনোযোগ দিতে থাকে অথবা কোন গান বা রেকর্ডিং শুনতে থাকে।

হাটার সময় কিছু একটা শুনতে থাকলে খুব একটা একা লাগেনা এবং হাঁটার সময়টাও অযথা অনেক দীর্ঘ বলে মনে হবেনা। 

Definition:

হাঁটার সময় কিছু একটা শুনতে থাকার অভ্যাস, যা হতে পারে কোন গান, প্রাকৃতিক শব্দ বা যেকোন ধরনের রেকর্ড করা তথ্য বা বার্তা। বর্তমানে অনেকেই কানে হেডফোন লাগিয়ে পছন্দের গান বা অডিও-বই শুনতে শুনতে হাঁটাহাটি করে। 

English Definition:

Cambridge Dictionary Blog-এর New Words ক্যাটাগরি অনুযায়ী, “a walk during which the person walking concentrates on listening to the sounds around them, or listens to a recording of music or a narration designed to accompany the walking route.” 

 

Use in a Sentence

  • Sound walk can kill the boredom of walking alone. (সাউন্ড ওয়াক বাঁচাতে পারে একা হাঁটার একঘেয়েমি থেকে।)
  • Sound walk is great to seemingly speed up the walking time. (সাউন্ড ওয়াক মনে করতে বাধ্য করবে যে হাঁটার সময়টুকু অনেক দ্রুত অতিবাহিত হচ্ছে।)

 

Share it: