"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Skin Fasting

Skin fasting বলতে অনেকটা ত্বকের রোজা রাখার মত অবস্থাকে বুঝায়। এক্ষেত্রে ত্বকের যত্নে ব্যবহৃত পণ্যগুলোকে ত্বকের পুষ্টি বা খাবার ধরে নিয়ে এগুলো ব্যবহার থেকে বিরত থাকাকে এক ধরনের উপস করা অর্থাৎ কিছু না খেয়ে থাকার সাথে তুলনা করা হয়েছে।

কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য ত্বকে কোন ধরনের ত্বকের যত্নে ব্যবহৃত পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকা বা খুব অল্প হারে ব্যবহার করাকে অনেকেই ত্বকের জন্য অনেক ভাল বলে মনে করেন এবং এই অভ্যাসকেই স্কিন ফাস্টিং বলে। অনবরত কেমিক্যাল ত্বকে লাগতে থাকা থেকে ত্বকেরও একটু বিরতি দরকার হতেই পারে। 

Definition:

ত্বকের যত্নে খুব অল্প পণ্য ব্যবহার করে বা কোন কিছু ব্যবহার না করে নির্দিষ্ট সময় অতিবাহিত করাই হল Skin fasting। 

English Definition:

Cambridge Dictionary অনুযায়ী,

“The practice of using no, or very few, skincare products on your face for a set period of time, thought by some people to be good for the skin.” 

Use in a Sentence

  • Skin fasting helped clear out her acne. (স্কিন ফাস্টিং তার মেছতা দূর করতে সাহায্য করেছে।)
  • Skin fasting heals the skin after having any negative reaction. (কোন খারাপ পার্শ্বপ্রতিক্রিয়া হবার পরে স্কিন ফাস্টিং ত্বককে সারিয়ে তুলতে পারে।)

 

Share it: