"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Climate Action

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের বিপর্যয়ের পেছনে ক্রমাগত অবদান রেখে চলছে মানুষের নানা ধরনের অবহেলা জনিত কাজ। জীবাশ্ম জ্বালানীর ব্যবহার, নিয়ন্ত্রণহীনভাবে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন, গ্রীন হাউস গ্যাস নির্গমন, বনাঞ্চল উজাড় করা সহ মানুষের নানা ধরনের অসতর্ক আচরণ পরিবেশের স্থায়ী বিপর্যয়ের জন্য দায়ী। মানুষের এসব লাগামহীন আচরণ পরিবেশের ভারসম্য নষ্ট করে জলবায়ু পরিবর্তনের দিকে ধাবিত করছে।   

Definition 1:

জলবায়ু পরিবর্তন কমাতে কিংবা বন্ধ করতে এবং পরিবেশের চিরস্থায়ী বিপর্যয় ঠেকানোর জন্য করা কাজকে Climate action বলে।

Definition 2:  

un.org অনুযায়ী, পরিবেশ বিপর্যয় , জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব সংক্রান্ত বর্তমান পরিস্থিতির দীর্ঘস্থায়ী উন্নতি করতে পারে এমন কাজই হল climate action

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী,

"The act of doing something to reduce or stop climate change and prevent serious permanent damage to the environment." 

পরিস্থিতির পরিবর্তন না করা হলে এই শতাব্দীশেষে বৈশ্বিক উষ্ণতা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবার পরিবর্তে তা ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখার চেষ্টায় জাতিসংঘের নেয়া sustainable development goal এর ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে যার ১৩ নম্বর লক্ষ্যটি হল ক্লাইমেট একশন.  

বিশেষত কার্বন ফুটপ্রিন্ট (কার্বন নিঃসরণ) কমানো, বায়ুমন্ডলে গ্রীন হাউস গ্যাসের নির্গমন কমিয়ে আনা, জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে মনোনিবেশ করার মতো কাজই হল ক্লাইমেট একশন। 

In a sentence:

  • There have been renewed calls for global climate action.
  • Further climate action must be taken to help this planet to heal.

 

Share it: