কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি একাধিক উপায়ে আয় করতে পারে। এক বা একধিক উপায়ে ব্যক্তি বা প্রতিষ্ঠান উপার্জন করতে পারে। নানা ধরনের পণ্য বিক্রয় করে বা সেবা প্রদানের মাধ্যমে কিংবা উভয়ের সংমিশ্রনে এই উপার্জন করা যেতে পারে। অর্থ উপার্জনের প্রতিটি পথ বা পদ্ধতিই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের রেভিনিউ স্ট্রিম। ব্যবসার সেবা বা পণ্য ভেদে আয়ের তারতম্য হয়।
Definition 1:
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে যে পরিমান অর্থ উপার্জন করে সেটিই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানটির রেভিনিউ স্ট্রিম।
Definition 2:
অক্সফোর্ড ডিকশনারি মতে, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট ধরনের কার্যক্রম থেকে যে পরিমান অর্থ আয় বা উপার্জন করে কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে উপায়ে উপার্জন করে থাকে সেটিই রেভিনিউ স্ট্রিম বা আয়ের প্রবাহ।
English definition:
ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “The money coming into a company from a particular activity over a period of time.”
একটিমাত্র আয়ের উৎসের উপর নির্ভর না থেকে আয়ের বিভিন্ন উৎস তৈরি করা ব্যবসার জন্য সবসময় নিরাপদ এবং স্থিতিশীল পদ্ধতি। ব্যবসার বিকাশে আয়ের মূল উৎসের পাশাপাশি বিকল্প পথ খুঁজে বের করা অত্যাবশ্যক।
In a sentence: