"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Remote Learning

Remote (দূর থেকে ) এবং learning (শিক্ষা) শব্দ থেকে রিমোট লার্নিং শব্দটি এসেছে, যার অর্থ দূর থেকে শিক্ষা গ্রহণ বা  দূর-শিক্ষণ পদ্ধতি। তথ্য প্রযুক্তির বিকাশে করোনা মহামারী পরবর্তী বর্তমান বিশ্বে অনলাইনভিত্তিক ক্লাস, ভিডিও কনফারেন্স, অনলাইনে মূল্যায়নের সাহায্যে শিক্ষা কার্যক্রম চলছে সারা বিশ্বে। এ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম ভৌগোলিক দূরত্ব সংক্রান্ত সমস্যা দূর করে শিক্ষা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করেছে। রিমোট লার্নিং ক্লাসরুম ভিত্তিক গতানুগতিক শিক্ষা কার্যক্রমের একটি অনলাইন ভিত্তিক নতুন এবং অধিকতর কার্যকর সংস্করণ । 

Definition 1:

Remote learning এমন এক শিক্ষা কার্যক্রম পদ্ধতি যেখানে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা উপকরণ-তথ্য সরবরাহ গতানুগতিক শ্রেণীকক্ষের পরিবেশে শারীরিকভাবে উপস্থিত না থেকেও প্রযুক্তির মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।

Definition 2:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, রিমোট লার্নিং বা দূর-শিক্ষণ বলতে এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসে লেখাপড়া করতে পারে এবং শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারে।

English Definition:

“The practice of moving a formerly in-person learning process online.”

 

রিমোট লার্নিং কার্যক্রম রিয়াল টাইমে পিয়ার-টু-পিয়ার মিথস্ক্রিয়তা এবং সহযোগিতার মাধ্যমে ঘটে থাকে। শিক্ষক বা প্রশিক্ষকের কাছ থেকে শেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা স্ব-গতিতে স্বাধীনভাবে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পায়।   

দূর-শিক্ষণ কার্যক্রম বিভিন্নভাবে অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। শিক্ষার্থীদের সাথে যোগাযোগ, এসাইনমেন্ট সংগ্রহ, পরীক্ষা গ্রহন থেকে শুরু করে যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ সবই অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। 

In a sentence:

  • The Covid-19 pandemic has made the learning system get used to remote learning.
  • Remote learning is the new global form of the learning process.

Remote learning (দূরবর্তী শিক্ষণ) এবং Distance learning (দূর- শিক্ষণ) প্রায় একই অর্থ প্রকাশ করলেও প্রায়োগিক দিক থেকে আলাদা।

 

Share it: