"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

New Normal

পূর্বে গ্রহনযোগ্য ছিলো না, কখনো স্বাভাবিক হিসেবে গণ্য হয়নি এমন সামাজিক রীতি বা আচরণ বিদ্যমান বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক- এমন ধরনের কাজকে প্রকাশ করতে ব্যবহৃত হয় New Normal শব্দটি। 

New Normal Meaning in Bengali:

New Normal বলতে সংকটময় পরিস্থিতি, প্রাদুর্ভাব চলাকালে এবং পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রার নতুন ধরণকে বুজায়। 

Meaning Two:

কলিন্স ডিকশনারি অনুযায়ী, এতোদিন স্বাভবিক বা সাধারণ ছিলো না এমন কোনো বিষয় বা কাজ হঠাৎ করে যখন স্বাভাবিক বা স্ট্যান্ডার্ড হয়ে উঠে। 

English Meaning:

লেক্সিকো ডিকশনারি মতে, "A previously unfamiliar or a typical situation that has become standard, usual, or expected." 

কোন মহামারি, প্রাদুর্ভাব বা কোন সংকটময় পরিস্থিতি চলাকালে এবং পরবর্তী সময়ে- পূর্বে যা ছিলো না, স্বাভাবিক ছিলো না সেধরনের কাজ, আচরণ স্বাভাবিকের মতো গণ্য হয়। আর্থ-সামাজিক দিক থেকে পূর্বের তুলনার নতুন করে কোন কাজ বা আচরণে অভস্ত্যতা তৈরি হওয়াই হচ্ছে 'নিউ নরমাল' বা 'নতুন স্বাভাবিক' অবস্থা। 

In a sentence: 

  • working from home is the new normal thing.
  • Getting up at 6 am and going for a run every day is the new normal thing for me – and it feels good.
  • We’ll have to get used to a new normal life, after the pandemic things won’t be the same again.

 

Share it: