পূর্বে গ্রহনযোগ্য ছিলো না, কখনো স্বাভাবিক হিসেবে গণ্য হয়নি এমন সামাজিক রীতি বা আচরণ বিদ্যমান বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক- এমন ধরনের কাজকে প্রকাশ করতে ব্যবহৃত হয় New Normal শব্দটি।
New Normal বলতে সংকটময় পরিস্থিতি, প্রাদুর্ভাব চলাকালে এবং পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রার নতুন ধরণকে বুজায়।
কলিন্স ডিকশনারি অনুযায়ী, এতোদিন স্বাভবিক বা সাধারণ ছিলো না এমন কোনো বিষয় বা কাজ হঠাৎ করে যখন স্বাভাবিক বা স্ট্যান্ডার্ড হয়ে উঠে।
লেক্সিকো ডিকশনারি মতে, "A previously unfamiliar or a typical situation that has become standard, usual, or expected."
কোন মহামারি, প্রাদুর্ভাব বা কোন সংকটময় পরিস্থিতি চলাকালে এবং পরবর্তী সময়ে- পূর্বে যা ছিলো না, স্বাভাবিক ছিলো না সেধরনের কাজ, আচরণ স্বাভাবিকের মতো গণ্য হয়। আর্থ-সামাজিক দিক থেকে পূর্বের তুলনার নতুন করে কোন কাজ বা আচরণে অভস্ত্যতা তৈরি হওয়াই হচ্ছে 'নিউ নরমাল' বা 'নতুন স্বাভাবিক' অবস্থা।