সম্পদশালী ধনী পরিবার হবার ক্ষেত্রে প্রধান দুটি পথ রয়েছে।
ধনী পরিবারে জন্ম হবার কল্যাণে উত্তরাধিকার হিসেবে সম্পদশালী হওয়া অথবা সাধারণ পরিবার থেকে ওঠে এসে শ্রম, মেধার সাহায্যে সম্পদশালী হওয়া।
পারিবারিক সস্পদের কল্যাণে হওয়া ধনীদের সম্পদকে বলা হয় Old money, অন্যদিকে নতুনভাবে বর্তমান প্রজন্মের মাধ্যমে ধনী হলে সে সম্পদকে বলা হয় New money।
সম্পদশালী উত্তরসূরিদের কাছ থেকে পাওয়া সম্পদের ভিত্তিতে নয় বরং বর্তমান প্রজন্মের দ্বারা অর্জিত সম্পদের ভিত্তিতে ধনী পরিবারের সম্পদ।
ক্যামব্রিজ ডিকশনারি মতে, New money বলতে সেসব ধনী পরিবারের সম্পদকে বুজায় যারা কিনা বংশপরম্পরায় বা উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয় নি, বরং সেই সম্পদ বর্তমান প্রজন্মের দ্বারা অর্জিত বা উপার্জিত হয়েছে। ।
কলিন্স ডিকশনারি অনুযায়ী, “a wealthy individual or family whose fortune has been earned or won rather than inherited.”
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেইটস, ফেসবুকের মার্ক জাকারবার্গ, আমাজনের জেফ বেজাস, টেসলা এবং স্পেস এক্স এর ইলন মাস্ক- সহ বর্তমানে যাদের পৃথিবীর সেরা ধনীদের তালিকায় দেখা যায়, তাদের প্রায় সকলেই new money’র দৃষ্টান্ত। এরা কেউই পারিবারিকভাবে ধনী হন নি; বরং নিজ মেধা, শ্রম ও চেষ্টার মাধ্যমে নতুন করে সম্পদের এই পাহাড় গড়ে তুলেছেন।