বিজ্ঞানীদের মতে মূলত মেলানিন এর মাত্রার তারতম্যের কারণে চোখের রঙ এর ভিন্নতা দেখা যায়। মেলানিন এর মাত্রা বেড়ে গেলে চোখের আইরিশের রং হয় বাদামী, কমে গেলে হয় সবুজ আর মেলানিন না থাকলে আইরিশের রং হয় নীল।
বাদামী-সবুজ রঙের আভাযুক্ত multi-colored চোখকে Hazel eyes বলা হয়। Hazelnut বাদামের বাহিরের আবরণের রঙের সাথে মিল রেখে চোখের রং প্রকাশের ক্ষেত্রে Hazel শব্দটি এসেছে।
হালকা বাদামী-সোনালী রং কিংবা সোনালী-সবুজ আভাযুক্ত বাদামী রঙের আইরিশ নিয়ে গঠিত রঙ্গিন চোখকে Hazel eyes বলা হয়।
কলিন্স ডিকশনারি অনুযায়ী, “Greenish-Brown colored eyes, which can be seen as a multicolored eye.”
Hazel eyes এর রং নানা ধরনের পরিস্থিতিভেদে পরিবর্তিত হয়। যেমন পরিহিত কাপড়ের রিং, পারিপার্শ্বিক আলো, চোখের পিউপিলের আকার পরিবর্তন এর উপর এধরনের চোখের রং পরিবর্তিত হয়ে থাকে।
মানুষের চোখের রং কি হবে তা নির্ভর করে ১৬ টি পৃথক জিন এর উপর। ফলে পিতা-মাতার চোখ সাধারণ বাদামী বর্ণের হওয়া সত্ত্বেও সন্তানের চোখ Hazel হতে পারে।