"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Money laundering

বেআইনিভাবে উপার্জিত অর্থকে একদেশ থেকে অন্যদেশে পাঠানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই অর্থকে কোন বৈদেশিক ব্যাংকে পাঠানো হলে বা ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে অন্যদেশে পাঠানো হলে সেই অর্থকে আপাতদৃষ্টিতে ‘লিগ্যাল মানি’ হিসেবে ধরে নেয়া হলেও তা একটি শাস্তিযোগ্য অপরাধ। এটিই money laundering বা অর্থপাচার। 

Defintion:

অসৎ উপায়ে অর্জিত বিপুল অর্থকে বৈদেশিক ব্যাংক বা ব্যবসার মাধ্যমে একদেশ থেকে অন্যদেশে  বেয়াইনী পদ্ধতিতে পাচার করাকে Money laundering বা অর্থপাচার বলা হয়।  

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “The crime of moving money which has been obtained illegally through banks and other businesses to make it seem as if the money has been obtained legally.”

In a sentence:

  • He was convicted of money laundering.
  • He was later arrested on money laundering
  • Money laundering is considered a punishable offense.

 

Share it: