"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Intensive property

যে সব পদার্থ বা বস্তুর পরিমাণগত পরিবর্তনের সাথে পদার্থ বা বস্তুটির বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না সেধরনের বৈশিষ্ট্যকে বলে ইন্টেন্সিভ প্রোপার্টি। অর্থাৎ এগুলো হচ্ছে সেধরনের পদার্থ বা বস্তুর বৈশিষ্ট্য, যা তাদের পরিমাণ পরিবর্তনের সাথে সম্পর্কিত নয়।

যেমনঃ

  • ঘনত্ব, তাপমাত্রা, হিমাংক, চাপ, রং, স্ফুটনাঙ্ক, সান্দ্রতা, পৃষ্ঠটান 

Intensive property কাকে বলে?

যে সকল পদার্থ বা বস্তুর বৈশিষ্ট্য তাদের পরিমাণের উপর নয় বরং পদার্থ বা বস্তুটির ধর্ম বা ধরণের উপর নির্ভর করে, সেসকল পদার্থ, বস্তুর বৈশিষ্ট্যকে বলা হয় Intensive property.

১ কিলোগ্রাম পানির ফ্রিজিং পয়েন্ট ২৭৩ ক্যালভিন, ২ কিলোগ্রাম পানির ফ্রিজিং পয়েন্ট কতো?

যেহেতু ফ্রিজিং পয়েন্ট বা হিমাংক একটি ইন্টেন্সিভ প্রোপার্টি, সেহেতু পানির পরিমাণের উপর এ বৈশিষ্ট্য নির্ভর করে না। 

English Definition:

Brilliant ORG অনুযায়ী, “Intensive properties are those that do not change as the size of an object changes.”

In sentences:

  • Intensive property can be defined as a ratio of an extensive property to amass.
  • Every possible kind of matter possesses a unique set of intensive properties that distinguishes it from every other kind of matter.

 

Share it: