Main Memory কাকে বলে?
Definition (1):
কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের যে অংশ তথ্য এবং নির্দেশনাসমূহ সংরক্ষণ করে তাকে Main Memory বা প্রধান স্মৃতি বলা হয়।
Definition (2):
একটি কম্পিউটারের প্রধান সংরক্ষণ এলাকা যেখানে কেন্দ্রীয় প্রক্রিয়াকারকের প্রত্যক্ষ বা সরাসরি প্রবেশাধিকার আছে তাকে প্রধান স্মৃতি বলে।
Definition (3):
কম্পিউটারের প্রধান স্মৃতিকে র্যান্ডম এ্যাক্সেস মেমোরী বলে। একে র্যামও বলা হয়। একে র্যান্ডম এ্যাক্সেস বলা হয় কারণ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ প্রধান স্মৃতির যেকোনো বিভাগে সরাসরি যেতে পারে এবং প্রক্রিয়াটির জন্য কোন ধারাবাহিক ক্রম অনুসরণ করতে হয় না।
Definition in English:
“The part of the computer central processing unit that stores data and instructions.”
Use of the term in Sentences: