"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Arithmetic-Logic Unit in Bengali

Arithmetic-Logic Unit কাকে বলে?

Definition (1):

একটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের যে অংশ গণনাসমূহের বা হিসাবসমূহের কাজ করে তাকে Arithmetic-Logic Unit বা আঙ্কিক-যুক্তি বিভাগ বলা হয়।

Definition (2):

আঙ্কিক-যুক্তি বিভাগ হলো একটি কম্পিউটারের প্রসেসর বা প্রক্রিয়কারকের বা সিপিইউ-এর সে অংশ যা পাটিগাণিতিক বা আঙ্কিক এবং যৌক্তিক কার্যাবলী সম্পাদন করে।

Definition (3):

একটি ডিজিটাল সার্কিট যা পাটিগাণিতিক বা আঙ্কিক এবং যৌক্তিক কার্যাবলী সম্পাদনে ব্যবহৃত হয় তাকে আঙ্কিক-যুক্তি বিভাগ বলে।

Definition in English:

“The part of a computer’s central processing unit that performs computations.”

Use of the term in Sentences:

  • This computer has a problem in its arithmetic-logic unit.
  • The engineer is trying to fix the computer’s arithmetic-logic unit.
Share it: