Exchange Rate কাকে বলে? ইংরেজি সংজ্ঞাসহ বাস্তব উদাহরণ

Definition (1):

যে হারে একটি দেশের প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রার সাথে বিনিময় করা যায় তাকে বিনিময় হার বা Exchange Rate বলে।

Definition (2):

বিনিময় হার হলো অন্য দেশের প্রচলিত মুদ্রায় একটি দেশের প্রচলিত মুদ্রার মূল্য। তাই বিনিময় হারে দুইটি উপাদান থাকে দেশীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রা এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উল্লেখিত হতে পারে।

Definition (3):

যে হারে একটি দেশের অর্থ অন্য দেশের অর্থের সাথে বিনিময় করা যায় তাকে বিনিময় হার বলা হয়।

Definition in English:

“The rate at which one country’s currency can be exchanged for that of another country.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Do you know the exchange rate of US dollar in Bangladeshi taka?
  • Aric doesn’t know the exchange rate of Indian rupees in Bangladeshi taka.