Balance of Payment কাকে বলে? ব্যাখ্যা ও বাক্যে প্রয়োগ

Definition (1):

একটি দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে মোট অর্থের প্রবাহকে পরিশোধের হিসাব বা Balance of Payment বলে।

Definition (2):

একটি দেশের এবং বাকি পৃথিবীর সত্তাসমূহের মধ্যেকার সব লেনদেনের একটি নির্দিষ্ট সময়ের যেমন: এক চতুর্থাংশের বা এক বছরের হিসাবকে ব্যালান্স অফ পেমেন্ট বলা হয়।

Definition (3):

একটি দেশের পরিশোধের হিসাব হলো একটি নির্দিষ্ট সময়ে দেশটি আমদানীর জন্য যে পরিমাণ অর্থ অন্য দেশকে পরিশোধ করে এবং রপ্তানীর জন্য যে পরিমাণ অর্থের পরিশোধ অন্য দেশ থেকে গ্রহণ করে তার পার্থক্য।

Definition in English:

“The total flow of money into and out of a country.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The country is trying hard so that it can recover the deficit in its balance of payments.
  • The country has attained a surplus in its balance of payment.