Exchange Controls কাকে বলে? ব্যাখ্যা ও বাক্যে প্রয়োগ

Definition (1):

একটি দেশে কোন বিশেষ মুদ্রার কি পরিমাণ ক্রয় বা বিক্রয় করা হবে, তার ওপর বিধিনিষেধকে Exchange Controls বা বিনিময় নিয়ন্ত্রণ বলে।

Definition (2):

এক্সচেঞ্জ কন্ট্রোলস্ হলো মুদ্রাসমূহের ক্রয় এবং/বা বিক্রয়ের ওপর সরকারী সীমাবদ্ধতা।

Definition (3):

একটি দেশের ব্যালান্স অফ পেইমেন্ট বা পরিশোধের ভারসাম্যর উন্নতি সাধনের জন্য সরকার কর্তৃক দেশটির মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার পরিবর্তনের ওপর প্রদত্ত বিধিনিষেধকে এক্সচেঞ্জ কন্ট্রোলস্ বলা হয়।

Definition in English:

“Restrictions on the amount of a certain currency that can be bought or sold in a nation.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The government of a country uses exchange controls to improve the position of the country’s balance of payments.
  • The government applies exchange controls for economic stability in the country.