Definition (1):
কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশনাসমূহের একটি বিস্তারিত সমষ্টিকে Computer Program বলা হয়।
Definition (2):
কম্পিউটারের সাহায্যে একটি সমস্যা সমাধানের জন্য বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়াকে কম্পিউটার প্রোগ্রাম বলে। আরও স্পষ্টভাবে বলতে গেলে, একটি সমস্যার সমাধান অর্জন করতে প্রয়োজনীয় গণনামূলক নির্দেশনাসমূহের একটি স্পষ্ট, ক্রমিক পর্যায়ক্রমকে কম্পিউটার প্রোগ্রাম বলে।
Definition (3):
কম্পিউটার প্রোগ্রাম বলতে কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ করতে বলার নির্দেশনাসমূহকে
Definition in English:
“A detailed set of instructions written in a computer language.”
Use of the term in Sentences: