"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Accounting in Bengali

Accounting কাকে বলে?

Definition (1):

Accounting বা হিসাবরক্ষণ হলো আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি নিয়মমাফিকভাবে নথিবদ্ধ, পরিমাপ এবং প্রদান করার প্রক্রিয়া।

Definition (2):

হিসাবরক্ষণ একটি প্রতিষ্ঠানে বিদ্যমান সম্পদ, সেসব সম্পদ অর্থায়নের জন্য অবলম্বনকৃত উপায় এবং সেগুলো ব্যবহারের মাধ্যমে অর্জনকৃত ফলাফলসমূহ সম্পর্কে তথ্য প্রদান করে।

Definition (3):

আর্থিক লেনদেনসমূহ নথিবদ্ধ করা সেই সাথে বিভিন্ন বিবরণীতে এবং বিশ্লেষণে ফলাফলসমূহ সংরক্ষণ, শ্রেণীবদ্ধ, উদ্ধার, সারসংক্ষেপ এবং উপস্থাপন করাকে হিসাবরক্ষণ বলা হয়।

Definition in English:

“Accounting is the process of systematically recording, measuring, and communicating information about financial transactions.”

Use of the term in Sentences:

  • The Professor was delivering a lecture on accounting.
  • Jim has a good knowledge of accounting, so he takes care of all the accounts.
Share it: