ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করা একধরনের ডিসেন্ট্রালাইজড ডিজিটাল অর্থ(money) হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। যা অনলাইনে সেবা বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। একধরনের শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি এসব ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত থাকার ফলে অনলাইনে ঝুঁকিবিহীন লেনদেন করা সম্ভব হয়ে উঠে।
Definition 1:
কেন্দ্রীয় কোন ব্যাংকের অনুমোদনের প্রয়োজন নেই এমন একধরনের ক্রিপ্টোগ্রাফি সম্বলিত ডিজিটাল অর্থ (money) Cryptocurrency, যা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে পূর্ণনিরাপত্তা প্রদানে সক্ষম।
Definition 2:
Dictionary.com এর সংজ্ঞা অনুসারে, শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা এমন একধরনের ডিজিটাল অর্থ, যা একটি ডিসেন্ট্রালাইজড বিনিময় ব্যবস্থা নিশ্চিত করে।
English Definition:
মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “any form of currency that only exists digitally, that usually has no central issuing or regulating authority but instead uses a decentralized system to record transactions and manage the issuance of new units, and that relies on cryptography to prevent counterfeiting and fraudulent transactions.”
বর্তমানে Bitcoin এর পাশাপাশি litecoin, Ethereum, Ripple, Dogecoin, Stellar, NEO, Cardano, IOTA সহ নানা ধরনের ক্রিপ্টোকারেন্সি অনলাইন মার্কেটপ্লেসে ব্যবহৃত হচ্ছে এবং এগুলো প্রতিনিয়ত আরো জনপ্রিয় হয়ে উঠছে।
In a sentence:
- Cryptocurrency represents one of the most promising internet technologies in years.
- ‘Altcoin’ is a catch-all term for cryptocurrencies based on the Bitcoin system.