"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Brainstorming

যেকোন ধরনের সমস্যার সমাধান খুঁজে পেতে হলে সেই সমস্যা কিংবা সমাধানের উপায় কি কি হতে পারে সে সম্পর্কে বিস্তর ভাবনা-চিন্তা করতে হয়। দলগত ভাবে ভাবনা- চিন্তা বা আইডিয়া বের করার এই কাজটি করা হলে, অনেকের আইডিয়া মিলে নতুন একটি সমাধানের পথ খুঁজে পাওয়া অনেকটা সহজ হয়ে যায়।

দলগতভাবে কিংবা একা, কোনো কাজ বা সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে উন্মুক্তভাবে চিন্তাপ্রকাশের মাধ্যমে বিশ্লেষণধর্মী পদ্ধতিতে নতুন আইডিয়া বা পরিকল্পনা খুঁজে বের করাকে বলা হয় ব্রেইন-স্টর্মিং।   

Definition:

কোন সমস্যার সমাধান বের করার জন্য দলগতভাবে প্রত্যেকের নিজ নিজ জ্ঞান, ধারণা, মতামত এবং আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে কার্যকরি আইডিয়া খুঁজে বের করার প্রক্রিয়াকেই Brainstorming বলা হয়। 

English Definition:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “a problem-solving technique that involves the spontaneous contribution of ideas from all members of the group.”

কমার্শিয়াল কিংবা কর্পোরেট সেক্টরে কাজের ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে Brainstorming একটি বহুল পরিচিত এবং ব্যবহৃত একটি পদ্ধতি। ব্রেইন স্টর্মিং শুধুমাত্র দলগতভাবেই হয় না, একা একজন মানুষের পক্ষেও নতুন আইডিয়া বের করা কিংবা কোন সমাধান খুঁজে পেতে এই পদ্ধতিটি কার্যকর হিসেবে প্রমাণিত।

In a sentence:

  • They have already done some brainstorming about the new marketing strategy for the upcoming event.
  • Brainstorming combines a relaxed, informal approach to problem-solving with lateral thinking.

 

Share it: