Sustainable Development কাকে বলে?
Definition (1):
Sustainable Development বা টেকসই উন্নয়ন হলো মানব উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জনের সংগঠক নীতি একইসংঙ্গে প্রাকৃতিক ব্যবস্থাসমূহের প্রাকৃতিক সম্পদসমূহ এবং বাস্তুসংস্থান সেবাসমূহ প্রদানের ক্ষমতা বজায় রাখা যার উপর অর্থনীতি এবং সমাজ নির্ভরশীল।
Definition (2):
যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মসমূহের তাদের নিজেদের প্রয়োজনসমূহ মেটানোর ক্ষমতার সাথে আপস না করে বর্তমানের প্রয়োজনসমূহ মেটায় তাকে টেকসই উন্নয়ন বলা হয়।
Definition in English:
”Sustainable development is the organizing principle for meeting human development goals while simultaneously sustaining the ability of natural systems to provide the natural resources and ecosystem services based upon which the economy and society depend.”
Use of the term in Sentences:
- Sustainable development meets the present needs without hampering the natural systems’ ability to provide the necessary ecosystem services and natural resources.
- We should seek for sustainable development for our own as well as the sake of our future generation.