‘বিয়ার মানি’ ব্রিটিশ আর্মিতে প্রচলিত একটি শব্দপ্রত্যয় যা দিয়ে ভাতাকে বোঝানো হয়ে থাকে। ১৮০০ সাল থেকে ব্রিটিশ আর্মির দেশে থাকা বা যুদ্ধ ফেরত নন-কমিশনড অফিসার এবং সৈন্যদেরকে বিনোদন বা প্রমোদের জন্য দৈনিক ১ পেনি করে ভাতা দেয়া হতো। ১৮৭৩ সাল থেকে এই ভাতা সৈন্যদের দৈনিক বেতনের সাথে জুড়ে দেয়া হয়।
Definition 1:
আয়কৃত খুবই অল্প পরিমাণের অর্থ বা বিনোদন বাবদ খরচের জন্য বরাদ্দ করে রাখা অল্প টাকা।
Definition 2:
কলিন্স ডিকশনারি অনুযায়ী, আনুষঙ্গিক খরচের জন্য ব্যবহৃত অল্প পরিমাণের অর্থ।
English Definition:
অক্সফোর্ড ডিকশনারি মতে, “a small amount of money that somebody earns or is allowed to spend.”
এখন পর্যন্ত ‘বিয়ার মানি’ শব্দপ্রত্যয়টি ব্রিটিশ আর্মিতে ব্যবহৃত হয়। তবে দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য ব্যক্তিগত আয় থেকে একটি নির্দিষ্ট অংশকে আলাদা করে রাখাকে বোঝানো হয় বিয়ার মানি দিয়ে।
In a sentence: