"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Anagram solver

এমন কিছু শব্দ কিংবা বাক্যাংশ যার বর্ণগুলো দিয়ে নতুন কোনো শব্দ কিংবা বাক্যাংশ তৈরি করা যায়- সেসব শব্দ , বাক্যাংশই হল এনাগ্রাম।

ক্রসওয়ার্ড বা স্ক্র্যাবেল এর মতো এনাগ্রাম ও শব্দ দিয়ে ধাঁধাঁ(puzzle) প্রকৃতির একধরনের খেলা । এই খেলায় প্রদত্ত শব্দ বা বাক্যাংশের বর্ণ  দিয়ে নতুন শব্দ, বাক্যাংশ তৈরি করতে হয়।  

যেমন -

  • cat > act
  • binary > brainy
  • listen > silent
  • bad credit > debit card
  • eleven plus two > twelve plus one 

সহজভাবে বললে anagram solver হল এমন একটি ডিজিটাল প্রযুক্তি যেখানে নির্দিষ্ট বর্ণ দিয়ে যা যা শব্দ বা বাক্যাংশ হতে পারে তা দেখিয়ে দেয়। অর্থপূর্ণ শব্দ বা বাক্যাংশের বিশাল একটা ডাটাবেজ এর সহায়তায় অক্ষরের সংমিশ্রনের মাধ্যমে এই কাজটি করা হয়ে থাকে। 

Definition:

নির্দিষ্ট কোনো শব্দ বা বাক্যাংশের বর্ণ দিয়ে কি কি নতুন শব্দ বা বাক্যাংশ হতে পারে তা বের করে দেবার প্রযুক্তির মাধ্যমে এনাগ্রাম এর সমাধান উদঘাটন করার প্রক্রিয়াকে anagram solver বলা হয়। 

English definition:

anagram-solver website অনুযায়ী, “Which uses a massive database of everything to solve anagram puzzles  regarding any conceivable topic.” 

In a sentence:

  • Anagram solver is easy to use; simply enter the letters, click the solve button and produce results will be shown.
  • Anagram Solver instantly unscrambles words on your rack to help you identify new words, phrases, and titles you can use in a multi-player anagrams game.

 

Share it: