"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Scientific Management in BengaliScientific Management বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো কাজের বৈজ্ঞানিক অধ্যয়ন এবং কাজকে এর ক্ষুদ্রতম কারিগরী উপাদানসমূহে বিভক্তিকরণ এবং তারপর তাদের সবচেয়ে দক্ষ সমাবেশে পুনর্বিন্যাসকরণ। “The scientific study and breakdown of work into its smallest mechanical elements, and then re-arrangement into their most efficient combination.”
Definition of Productivity in Bengaliযে হারে পণ্য এবং সেবাসমূহ তৈরী করা হয় তাকে Productivity বা উৎপাদনশীলতা বলা হয়। “The rate at which goods and services are created.”- Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Quality Circle in Bengaliকর্মচারীদেরকে ছোট দলসমূহে দলবদ্ধ করার একটি উপায় যা কোম্পানীটির লক্ষ্যসমূহকে ত্বরান্বিত করার জন্য গুণ এবং প্রক্রিয়াসমূহকে উন্নততর করতে একত্রে কাজ করে তাকে Quality Circle বা গুণ চক্র বলে। “A method of grouping employees in small units that work together to improve quality and processes to further the company’s goals.”
Definition of Form Utility in Bengaliউপকরণসমূহকে উপকারী আকার দেয়ার মাধ্যমে পণ্যে পরিবর্তিত করে তাতে যে মূল্য বা মান সংযোজিত হয় তাকে Form Utility বা আকার উপযোগিতা বলা হয়। “The value added to materials by changing them into products, giving them useful form.”
Definition of Assembly Line in Bengaliউৎপাদনের যে সারি এমন কর্মীদের দ্বারা তৈরী যারা প্রত্যেকে পণ্যটি সম্পূর্ণ হতে এগিয়ে যাওয়ার পথে একটি নির্দিষ্ট কাজ করে তাকে Assembly Line বলা হয়। “A production line made up of workers who each perform one task as the product moves past, toward completion.”
Definition of Mass Production in Bengaliশ্রমের বন্টন, বিশেষত্ব এবং মান নির্ধারণের মাধ্যমে অর্জিত পণ্যসমূহের বড় পরিমাণে দ্রুত প্রস্তুতকরণকে Mass Production বা গণউৎপাদন বলা হয়। “Rapid manufacture of large quantities of goods accomplished through division of labor, specialization, and standardization.”
Definition of Operations in Bengaliকোনো কৌশলগত পরিকল্পনা নির্বাহ করার জন্য যে কার্যাবলীর প্রয়োজন যাতে কোম্পানীটি উৎপাদনের কাজ চালিয়ে যেতে পারে তাকে Operations বা ক্রিয়াকলাপ বলে। “Any function(s) needed to carry out a strategic plan, to keep the company producing.”
Definition of Manufacturing in Bengaliউপাদানসমূহ এবং অংশসমূহ থেকে পণ্যসমূহ তৈরীর বাস্তব প্রক্রিয়াসমূহকে Manufacturing বা প্রস্তুতকরণ বলে। শাব্দিকভাবে বললে, কারও হাত দ্বারা কেনোকিছু সৃষ্টি করাকে বলা হয় প্রস্তুতকরণ । “The actual processes of making products out of materials and parts: literally, creating something by the work of one’s hands.”
Definition of Production in Bengaliযে সম্পূর্ণ প্রক্রিয়ায় একটি কোম্পানি তৈরী পণ্য বা সেবা প্রস্তুত করে তাকে Production বা উৎপাদন বলা হয়। “The total process by which a company produces finished goods or services.”- Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Matrix Structure in Bengaliএকটি কার্যকরী কাঠামো যা হয় একটি পণ্য বা একটি প্রকল্পের গাঠণিক আয়োজনের ওপর ভিত্তি করে গঠিত হয় তাকে Matrix Structure বা ম্যাট্রিক্স কাঠামো বলা হয়। “A functional structure combined with either a product or a project structural arrangement.”