Definition (1):
যে হারে পণ্য এবং সেবাসমূহ তৈরী করা হয় তাকে Productivity বা উৎপাদনশীলতা বলা হয়।
Definition (2):
একজন ব্যক্তি, যন্ত্র, কারখানা, ব্যবস্থা প্রভৃতির, যোগান বা উপকরণসমূহকে প্রয়োজনীয় উৎপাদনে পরিণত করার দক্ষতার একটি পরিমাপকে উৎপাদনশীলতা বলে।
Definition (3):
উৎপাদনশীলতা হলো সেই হার যে হারে একটি কোম্পানি বা দেশ পণ্যসমূহ তৈরী করে, সাধারণতঃ এটা কি সংখ্যক মানুষ বা কি পরিমাণ উপকরণ পণ্য উৎপাদনে নিয়োজিত আছে তা দ্বারা বিবেচিত হয়।
Definition in English:
“The rate at which goods and services are created.”- Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: