"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Professional Pricing in Bengaliএকটি নির্দিষ্ট সেবার জন্য একটি আদর্শ পারিশ্রমিক ধার্য্য করার নীতি-যা চিকিৎসক, উকিল এবং অন্যান্য দক্ষতা ও নৈপূণ্যসম্পন্ন ব্যক্তিরা নির্দিষ্ট কার্যক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাকে Professional Pricing বা পেশাদার মূল্য নির্ধারণ বলা হয়।
Definition of Psychological Pricing in BengaliPsychological Pricing বা মানসিক মূল্য নির্ধারণ হলো একটি নীতি যা ক্রয়ের সিদ্ধান্তকে কারণ নয় আবেগের ভিত্তিতে অনুপ্রাণিত করে এবং যা বিজোড়-জোড় মূল্য নির্ধারণ, গতানুগতিক মূল্য নির্ধারণ, সন্মান মূল্য নির্ধারণ এবং মূল্যের আবরণকে অন্তর্ভূক্ত করে।
Definition of Pioneer Pricing in Bengaliসম্ভাব্য সবচেয়ে বেশী মূল্য নির্ধারণের মাধ্যমে খরচসমূহকে দ্রুত পুনরুদ্ধার করার (মূল্য স্কিমিং) বা প্রতিযোগীদের চেয়ে কম মূল্য নির্ধারণের মাধ্যমে দ্রুত বিক্রয় গড়ে তোলার (অনুপ্রবেশ মূল্য নির্ধারণ) মাধ্যমে নতুন-পণ্যের মূল্য নির্ধারণ কৌশলকে Pioneer Pricing বা অগ্রগামী মূল্য নির্ধারণ বলা হয়।
Definition of Competition-Oriented Pricing in Bengaliযে পদ্ধতিতে একটি প্রতিষ্ঠান নিজের খরচসমূহ এবং আয়সমূহের উপর ভিত্তি না করে এর প্রতিযোগীদের মূল্যসমূহের উপর ভিত্তি করে মূল্যসমূহ নির্ধারণ করে তাকে Competition-Oriented Pricing বা প্রতিযোগিতা-ভিত্তিক মূল্য নির্ধারণ বলা হয়।
Definition of Breakeven Quantity in Bengaliএকটি প্রতিষ্ঠান হয় একটি উৎপাদন প্রক্রিয়ায় বা একটি হিসাবরক্ষণের সময়কালের মধ্যে যেখানে সমপরিমাণ আয় এবং খরচ উৎপাদন করে তাকে Breakeven Quantity বা ব্রেকইভেন পরিমাণ বলে।
Definition of Breakeven Analysis in Bengaliএকটি প্রতিষ্ঠান কতগুলো পণ্য বিভিন্ন মূল্যে বিক্রয় করলে সব খরচসমূহ পুনরুদ্ধার করে একটি মুনাফা অর্জন করা শুরু করতে পারে তা নির্ধারণ করাকে Breakeven Analysis বা ব্রেকইভেন বিশ্লেষণ বলা হয়।
Definition of Demand-Oriented Pricing in BengaliDemand-Oriented Pricing বা চাহিদা-ভিত্তিক মূল্য নির্ধারণ বাজারে পণ্যের মূল্য নির্ধারণের জন্য গ্রাহক চাহিদাকে ব্যবহার করে। প্রথমে পণ্য বা সেবাটির জন্য গ্রাহকদের মূল্য পরিশোধের ইচ্ছা নির্ধারণ করা হয়। চাহিদা বেশী হলে বেশী মূল্য নির্ধারিত হয় এবং চাহিদা কম হলে কম মূল্য নির্ধারিত হয়।
Definition of Markup in Bengaliখরচ-ভিত্তিক মূল্য নির্ধারণে, যে শতকরা হারটি পণ্যের সর্বমোট খরচের সাথে যোগ করা হয় বাজারজাতকরণের খরচ অতিক্রম করে একটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাকে Markup বা বৃদ্ধি বলা হয়।
Definition of Cost-Oriented Pricing in Bengaliএকটি পদ্ধতি যেখানে একটি প্রতিষ্ঠান একটি পণ্যের সর্বমোট খরচ নির্ধারণ করে, তারপর সেই খরচের সাথে একটি বৃদ্ধি যোগ করে কাঙ্খিত মাত্রার মুনাফা অর্জন করার জন্য তাকে Cost-Oriented Pricing বা খরচ-ভিত্তিক মূল্য নির্ধারণ বলা হয়।
Definition of Pricing Method in BengaliPricing Method বা মূল্য নির্ধারণ পদ্ধতি হলো সেই উপায়সমূহ যার মাধ্যমে পণ্য এবং সেবাসমূহের মূল্য হিসেব করা হয় বিভিন্ন বিষয় বিবেচনা করে যেমন: পণ্য/সেবা, প্রতিযোগিতা, নির্ধারিত গ্রাহক, পণ্যের জীবনচক্র, প্রতিষ্ঠানের বিস্তারের ধারণা, প্রভৃতি যা সামগ্রিকভাবে মূল্য নির্ধারণের কৌশলকে প্রভাবিত করে।