Definition (1):
Psychological Pricing বা মানসিক মূল্য নির্ধারণ হলো একটি নীতি যা ক্রয়ের সিদ্ধান্তকে কারণ নয় আবেগের ভিত্তিতে অনুপ্রাণিত করে এবং যা বিজোড়-জোড় মূল্য নির্ধারণ, গতানুগতিক মূল্য নির্ধারণ, সন্মান মূল্য নির্ধারণ এবং মূল্যের আবরণকে অন্তর্ভূক্ত করে।
Definition (2):
একটি মূল্য নির্ধারণ কৌশল যা এই ধারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠে যে, গ্রাহকের ওপর নির্দিষ্ট কিছু মূল্যের একটা মানসিক প্রভাব রয়েছে, তাকে মানসিক মূল্য নির্ধারণ বলা হয়।
Definition in English:
“A policy that encourages purchase decisions based on emotion rather than reason; includes odd-even pricing, customary pricing, prestige pricing, and price lining.”
Use of the term in Sentences: