"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Advertising in Bengaliএকটি গণযোগাযোগ মাধ্যম যেমন: টেলিভিশন, সংবাদপত্র, বা পত্রিকার মাধ্যমে একটি নির্ধারিত দর্শকদের সাথে এক ধরনের অর্থ প্রদানকৃত অব্যক্তিগত যোগাযোগকে Advertising বা বিজ্ঞাপন বলা হয়। অথবা Advertising বা বিজ্ঞাপন হলো একটি পণ্য বা সেবার ব্যবহারকারীদের সাথে যোগাযোগের একটি মাধ্যম।
Definition of Promotion Mix in Bengaliবিজ্ঞাপণ, ব্যক্তিগত বিক্রয়, বিক্রয় প্রচারণা এবং প্রচারের সমন্বয় যা একটি নির্দিষ্ট পণ্যের প্রচারে ব্যবহৃত হয় তাকে Promotion Mix বা প্রচার মিশ্রণ বলা হয়। অথবা প্রচারণামূলক উপায়সমূহের একটি নির্দিষ্ট সমন্বয় যা একটি পণ্য বা পণ্যসমূহের একটি পরিবারের জন্য ব্যহৃত হয় তাকে Promotion Mix বা প্রচার মিশ্রণ বলে।
Definition of Promotion in Bengaliসম্ভাব্য ক্রেতাদের প্রভাবিত করার জন্য একটি প্রতিষ্ঠান বা পণ্যের সম্বন্ধে অনুকূল ও বোধগম্য তথ্যের যোগাযোগকে Promotion বা প্রচারণা বলা হয়। অথবা Promotion বা প্রচারণা সেসব কার্যাবলীকে নির্দেশ করে যা পণ্য, ব্র্যান্ড বা সেবাটিকে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়।
Definition of Inventory Management in Bengaliগ্রাহকদের কাছে যেসব পণ্যের প্রয়োজন এবং চাহিদা রয়েছে সেসব পণ্যের মজুদ তৈরী এবং রক্ষনাবেক্ষণের প্রক্রিয়াকে Inventory Management বা দ্রব্যাদির মজুদ ব্যবস্থাপনা বলা হয়। অথবা মজুদ সম্পদ এবং উপকরণসমূহের রক্ষনাবেক্ষণকে দ্রব্যাদির মজুদ ব্যবস্থাপনা বলে।
Definition of Materials Handling in BengaliMaterials Handling বা উপকরণ নিয়ন্ত্রণ হলো বিজ্ঞান ও শিল্প এবং উভয়ের আওতার মধ্যে পড়ে উপকরণের যেকোন অব্স্থায় স্থানান্তর, মোড়কজাতকরণ ও সংরক্ষণ করা। এর অন্তর্ভূক্ত হলো উপকরণসমূহের প্রস্তুতি, স্থাপন, অবস্থান নির্দিষ্টকরণ তাদের স্থানান্তর বা সংরক্ষণ সহজতর করার জন্য।
Definition of Order processing in BengaliOrder processing বা অর্ডার প্রক্রিয়াকরণ হলো একটি প্রক্রিয়া বা কার্যপ্রবাহ যা সংগ্রহ, মোড়কজাত করা এবং মোড়কজাত পণ্যসমূহকে একটি চালান বহনকারী পর্যন্ত প্রেরণের সাথে সম্পর্কিত। এটা সাধারণতঃ বন্টনকেন্দ্রসমূহে সম্পাদিত হয়।
Definition of Warehousing in Bengaliমালামালের বাস্তব বন্টনের সাথে জড়িত গ্রহণ, সংরক্ষণ এবং চালান সংক্রান্ত কার্যাবলীকে Warehousing বা গুদামজাতকরণ বলা হয়। অথবা গুদামে দ্রব্যসমূহ সংরক্ষণের কার্যাবলী বা প্রক্রিয়াকে Warehousing বা গুদামজাতকরণ বলে।
Definition of Service Standard in Bengaliএকটি Service Standard বা সেবা মানদন্ড একজন গ্রাহক একটি সেবা থেকে যা আশা করতে পারে এবং একজন সেবা প্রদানকারী কিভাবে এটা প্রদান করবে যেমনঃ সময়ানুবর্তিতা, সঠিকতা এবং উপযুক্ততার ক্ষেত্রে, তা সংজ্ঞায়িত করতে সাহায্য করে।
Definition of Physical Distribution in Bengaliযেসব কার্যাবলী বাজারজাতকরণ গতিপথের মধ্যে দিয়ে উৎপাদনকারী থেকে গ্রাহকদের পর্যন্ত পণ্যসমূহের চলাচল নিশ্চিত করে তাকে Physical Distribution বা বাস্তব বন্টন বলা হয়। অথবা বাস্তব বন্টন হলো সেসব কার্যাবলী যা উৎপাদনের প্রান্ত থেকে গ্রাহক পর্যন্ত চূড়ান্ত পণ্যসমূহের দক্ষ চলাচল সম্পর্কে বিবেচনা করে।
Definition of Wheel of Retailing in Bengaliখুচরা বিক্রেতাদের চক্রের একটি বর্ণনা যা শুরু হয় তাদের বাজারে প্রবেশ করা, প্রকাশ পাওয়া এবং নতুন প্রতিযোগীদের কাছে আক্রম্য হয়ে পড়ার সাথে সাথে তাকে Wheel of Retailing বা খুচরা বিক্রয়চক্র বলা হয়।