"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Actuary in Bengali

Actuary কাকে বলে?

Definition (1):

একজন বীমা কর্মী যিনি অতীতের ঘটনার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ ঘটনাসমূহের সম্ভাব্যতা অনুধাবন করেন তাকে Actuary বা বীমা-গাণনিক বলা হয়।

Definition (2):

একজন বীমা-গাণনিক হলেন এমন একজন ব্যবসায়িক পেশাদার ব্যক্তি যিনি ঝুঁকি এবং অনিশ্চয়তার পরিমাপ এবং ব্যবস্থাপনা করেন।

Definition (3):

অর্থনীতি, পরিসংখ্যান এবং গণিতের ক্ষেত্রসমূহে বিশেষজ্ঞ একজন ব্যক্তি যিনি একটি বীমা ব্যবসার ঝুঁকি অনুধাবন এবং অধিহারসমূহ বা প্রিমিয়ামসমূহ গণনা প্রভৃতিতে সাহায্য করেন তাকে বীমা-গাণনিক বলে।

Definition in English:

“An insurance employee who predicts the likelihood of future events, based on their occurrence in the past.”

Use of the term in Sentences:

  • Your insurance business requires an experienced actuary.
  • The man has joined as an actuary in an insurance company.
Share it: