"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Four letters word

  • toon - টুন;
  • toot - বাজান; বাঁশিতে ক্ষুদ্র আত্তয়াজ করা; /noun/শিঙাধ্বনি; বংশীধ্বনি; শিঙ্গা বা তুরীর শব্দ; ধ্বনিত হওয়া; বাজানো;
  • tope - ক্ষুদ্র হাঙ্গর; বৌদ্ধস্তূপ; /verb/অত্যধিক মদ্যপান করা; যখন তখন এবং অতিরিক্ত মদ্যপান করা;
  • topi - টুপি;
  • tops - সমাজের সারাংশ;
  • tore - বিছিন্ন করা; ছিঁড়িয়া ফেলা; বিচ্ছিন্ন করা; ফাড়া; টুটান; ফাঁড়িয়া ফেলা; বিদীর্ণ করা; সতেজে চলা; ছিন্ন করা; ছিঁড়়া; বিচ্ছিন্ন হত্তয়া; বিদীর্ণ হত্তয়া; ছিঁড়িয়া যাত্তয়া; ফাঁড়িয়া যাত্তয়া; কাটিয়া যাত্তয়া; ছিঁড়ে যাত্তয়া; ক্রুদ্ধ হত্তয়া; আটখানা করা; বলপূর্বক কাজ করা;
  • torn - টুটা; বিচ্ছিন্ন; ছিন্ন; বিদীর্ণ; চীর্ণ;
  • tors - পাহাড়; প্রস্তরময় গিরিচূড়া;
  • tort - অন্যায়; ক্ষতি; ব্যক্তিগত অপকার;
  • tory - ইংলন্ডের রক্ষণশীল দলের লোক
  • tosh - বাজে কথা; অর্থহীন; নির্বোধের উক্তি;
  • toss - উপর দিকে ছুড়ে দেওয়া
  • tote - বহন করা; যোগ করা; /noun/বাজির সংখ্যা নির্ণায়কযন্ত্র; যে যন্ত্র ঘোড়দৌর বা কুকুরদৌড়ের বাজির সংখ্যা ও প্রকৃতি প্রদর্শন ও লিপিবদ্ধ করে;
  • tots - যে কোন ক্ষুদ্র বস্তু; সুদীর্ঘ সংখ্যাপঙ্ক্তির যোগ;
  • tour - (বিভিন্ন স্থানে) সফর, পরিভ্রমণ
  • tous - আমাদিগকে;
  • tout - সামান্য দালাল;
  • town - শহর, নগর
  • tows - কাতা; দড়ি; গুণ; আঁশ; ফেঁসো; /verb/গুণ টানা; টানিয়া লইয়া যাত্তয়া; গুণ দ্বারা টানা;
  • toys - খেলনা; ক্রীড়নক; তুচ্ছ বস্তু; /verb/হেলাফেলা করা; খেলা করা;
  • to  - জন্য; থেকে; কাছে; প্রতি; পর্যন্ত; দিকে; নিকট; লক্ষ্যে; পাশে; অনুসারে; তুলনায়; সম্মুখে; অভিমুখে; সম্মুখের দিকে; অবস্থায়; ততক্ষণ; ততদূর পর্যন্ত; পূর্বে; আগে; সম্বন্ধে; অভিপ্রায়ে; ;
  • tram - ট্রাম; /verb/ট্রামে চড়িয়া যাত্তয়া; ট্রামগাড়ি; কয়লার খনিতে ব্যবহৃত চারি চাকার গাড়ি;
  • trap - ফাঁদে আটকানো; ফাদে ফেলা
  • tray - চেপটা থালা ; ট্রে
  • tree - গাছ, বৃক্ষ
  • trek - বলদ-টানা গাড়িতে করিয়া দীর্ঘপথ ভ্রমণ; দেশান্তরে ভ্রমণ
  • tret - খারাপ জিনিসের জন্য খরিদ্দারকে কিছু বাদ; নষ্ট-হওয়া;
  • trig - ফিটফাট; পরিষ্কার-পরিচ্ছন্ন; চালাক; পরিচ্ছন্ন; /noun/চাকার গতিরোধার্থ কীলক;
  • trim - সাজান-গোছান
  • trio - তত্রয়ী
  • trip - ভ্রমণ; একদফা ভ্রমন; হোঁচট
  • trod - নাচা; পদদলিত করা; পদস্থাপন করা; ধ্বংস করা;
  • trot - ঘোড়ার কদম বা দুলকি চাল
  • trow - মনে করা; বিশ্বাস করা;
  • troy - সোনা বা রূপার বিট্রিশ পরিমাপ পদ্ধতি
  • true - যথার্থ, সত্য, বিশ্বস্ত; খাঁটি, নির্ভূল
  • tsar - রূশ সম্রাট্;
  • tuba - তাম্রনির্মিত বাদ্যযন্ত্র; পিতলের বাদ্যযন্ত্রবিশেষ;
  • tube - চোঙ, নল
  • tubs - ডাবা; টব; গামলা; স্নানের ঘর; দোনা;
  • tuck - ছোট করবার জন্য বা সুন্দর দেখাবার জন্য পোশাকের সেলাই করা ভাঁজ;
  • tufa - চুনময় পাথর;
  • tuff - চুনময় পাথর;
  • tuft - সূতা, ঘাস; পালক ইত্যাদির গোছা বা সংগ্রহ;
  • tugs - হেঁচকা; খেঁচা; টানার জন্য দড়ি; প্রচেষ্টা; জোর টান; /verb/টানাটানি করা; টানা; খেঁচা; সবলে টানা; টান দেত্তয়া; গুণ টানিয়া লইয়া যাত্তয়া; চেষ্টা করা; জোরে টানা;
  • tuna - টুনা;
  • tune - হস্বর, সুর, ধ্বনি
  • tuns - বড় পিপা; /verb/বড় পিপায় ঢালান; বড় পিপায় রাখা;
  • tuny - আকর্ষণীয়ভাবে সুরেলো;
  • turf - তৃণাচ্ছাদিত জমি; ঘানের চাবড়া
  • turk - তুর্কী; তুর্কীস্থানের অধিবাসী; তুরস্কদেশীয় লোক;
  • turn - ঘোরানো বা আবর্তিত করা; উলটানো; গতি বদলানো; ঘোরা
  • tush - চুপ!থাম! ছিঃ!
  • tusk - হাতির দাঁত
  • twig - পল্লব; ছোট বা কচি ডাল
  • twin - যযম (দু'জনের একজন)
  • twit - ভর্ৎসনা করা; বিদ্রৃপ করা
  • twos - দুই; দ্বি; যুগল; দো; জোড়া;
  • tyke - নেড়িকুত্তা; খেঁকি কুকুর; ইতর লোক;
  • type - (মানুষ বস্তু বা ঘটনার) আদর্শ; ধাতুনির্মিত ছাপার হরফ
  • typo - টাইপের সময় বানানের ভুল ; টাইপের ভুল
  • tyre - সেমাটরগাড়ি ইত্যাদির চাকার রবারের বেড়
  • tyro - যে ব্যক্তি ছাপার হরফ ঢালাই করে
  • tzar - (ভূতপূর্ব) রুশসম্রাটের উপাধি
  • ugly - কদাকার, কুৎসিত; জঘন্য
  • ulna - প্রকোষ্ঠাস্থি; অন্তঃপ্রকোষ্ঠাস্থি; প্রকোষ্ঠের দুটি অস্থির মধ্যে বড়োটি; অন্ত:প্রকোষ্ঠাস্থি;
  • umbo - ঢালের ওপরের টোপ; উদ্গতাংশ; গাঁট; বেড়ে ওঠা অংশ;
  • unco - অদ্ভুত; অপরিচিত; লক্ষণীয়; ভয়াবহ; মস্ত; /adverb/লক্ষণীয়ভাবে; অত্যন্ত; /noun/অপরিচিত ব্যক্তি; অপরিচিত আগন্তুক; লক্ষণীয় বস্তু়; লক্ষণীয় ব্যাপার; অপরিচিত লোক; অস্বাভাবিক; বিচিত্র;
  • undo - বন্ধনমুক্ত করা, আলগা করা, পূর্বাবস্থা ফিরিয়ে আনা, বাতিল করা
  • unit - সর্বনিম্ন পূর্ণসংখ্যা, হিসাবের মান,
  • unto - প্রতি, দিকে, অভিমুখে
  • upas - বিষ;
  • upon - উপর; উপরে; উপরি; /adverb/উপরে; সন্নিকটে; উপরিভাগে; গায়ে; উপরিতলে; ব্যেপে; নিকটে;
  • upto - তক; নাগাদ; /adverb/ততক্ষণ;
  • urdu - উর্দু;
  • urea - স্তন্যপায়ীদের মূত্রে প্রাপ্ত একধরনের বর্ণহীন কেলাসিত নাইট্রোজেন ঘটিত যৌগ; ইউরিয়া;
  • urge - অনুপ্রণিত; উত্তেজিত বা উৎসাহিত করা
  • uric - মূত্রসংক্রান্ত;
  • urns - শবাধার; হণ্ডা; গোলাকার কলসিবিশেষ;
  • Ursa - তারকাপুঞ্জ বিশেষ