Business Enterprise বা ব্যবসা প্রতিষ্ঠান হলো একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য পণ্য, সেবা বা অর্থের বিনিময় করে। A business formed with the purpose of making a profit is called a business enterprise.
ব্যবসার আয় বা revenue থেকে মূল খরচ বা actual expense এবং opportunity cost উভয়ই বাদ দিলে যা থাকে তাই হলো অর্থনৈতিক লাভ বা Economic Profit.
যে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় একটি সমাজে দ্রব্য ও সেবা উৎপাদন এবং বন্টন করার জন্য শ্রম, মূলধন এবং প্রাকৃতিক সম্পদ সংগঠিত করা হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বা Economic System বলা হয়।
Depression বা মন্দা অবস্থা হলো জাতীয় অর্থনীতির একটি ভয়াবহ পতনের সময়কাল যখন ব্যবসায়িক লেনদেন এবং দ্রব্যমূল্য কমে যেতে দেখা যায় এবং উচ্চ মাত্রায় বেকারত্ব পরিলক্ষিত হয়। A depression is a phase of decline in all kinds of economic activities.
যে ব্যবসা একজন ব্যক্তির মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন তাকে একক মালিকানা বা Sole Proprietorship বলে। Sole Proprietorship is the simplest structure of business ownership where the company and its owner are regarded as a single entity either for liability or tax purposes.
যে অংশীদারিত্ব এর মালিকানার অংশ বা শেয়ার বা ইউনিট একটি স্বীকৃত স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারে বিক্রি করে তাকে Master Limited Partnership বলে। “A partnership that sells units traded on a recognized stock exchange.”
To save your favorite words, please login first.
Click here to Login Or Register if you don't have an account.
Stay up to date on the latest lesson with a free newsletter from us. Join to subscribe now.
© 2025. All right reserved.