"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Depression in Bengali

Definition from Business Perspective (1):

Depression বা মন্দা অবস্থা হলো জাতীয় অর্থনীতির একটি ভয়াবহ পতনের সময়কাল যখন ব্যবসায়িক লেনদেন এবং দ্রব্যমূল্য কমে যেতে দেখা যায় এবং উচ্চ মাত্রায় বেকারত্ব পরিলক্ষিত হয়।

Definition from Business Perspective(2):

অর্থনৈতিক কর্মকান্ডে একটি ভয়াবহ এবং দীর্ঘায়িত পতনই হচ্ছে মন্দা অবস্থা বা Depression.

Definition from Medical Perspective:

Depression বা বিষণ্ণতা একটি প্রচলিত এবং মারাত্মক মানসিক অসুস্থতা যা আপনার অনুভূতি, চিন্তা এবং আচরণকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

Definition from Business Perspective in English:

A depression is a phase of decline in all kinds of economic activities.

Depression বা মন্দা অবস্থা হলো অর্থনৈতিক চক্রের সর্বনিম্ন বিন্দু যার বৈশিষ্ট্য হলো ১) কম ক্রয় ক্ষমতা, ২) উচ্চ বেকারত্ব, ৩) চাহিদার অতিরিক্ত সরবরাহ, ৪) দ্রব্যমূল্যের নিম্নগতি বা মূল্যবৃদ্ধি সচরাচরের তুলনায় ধীরতর ৫) মজুরির নিম্নগতি বা মজুরিবৃদ্ধি সচরাচরের তুলনায় ধীরতর এবং ৬) ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাসের সাধারণ অভাব।

Use of “depression” in Sentences:

  • The low purchasing power of the consumers is one of the characteristics of depression.
  • High unemployment can be seen during an economic depression.
  • John is suffering from depression and he should be treated immediately. 
Share it: