ব্যবসার কাজে বা ছুটি কাটানোর জন্য আন্তর্জাতিক বিমান ভ্রমণ করা এখন আমাদের অনেকেরই জীবনের একটা বড় অংশ হয়ে গিয়েছে। এখানে এমন দশটি কাজের নাম আলোচনা করা হবে ভ্রমণের সময় যেগুলো আমাদের কাজে লাগতে পারে।
ট্র্যাভেল এজেন্ট হচ্ছে একজন ব্যক্তি বা একটি কোম্পানী যে বা যা আপনাদের কাছে টিকেট বিক্রি করে। আজকাল অনেকেই ইন্টারনেটে অনলাইন ট্র্যাভেল এজেন্ট ব্যবহার করেন।
চেক ইন স্টাফ হলেন তারা বিমানবন্দরে গিয়ে যাদের সাথে আপনার প্রথম দেখা হয়। তারা আপনাকে আপনার সিট নাম্বারসহ একটি বোর্ডিং পাস দেবেন এবং আপনার মালপত্র উড়োজাহাজের ভেতর দেবার জন্য আপনার কাছ থেকে নেবেন।
কাস্টমস্ কর্মকর্তাবৃন্দ, আপনি যা বহন করছেন তার উপর কোন কর দিতে হবে কিনা-তা নির্ধারণ করার জন্য আপনার ব্যাগগুলো পর্যবেক্ষণ করেন। এছাড়া আপনি বেআইনি কোন কিছু যেমন:মাদক দ্রব্য, অস্ত্র প্রভৃতি বহন করছেন কিনা, তারা সেটাও নিরীক্ষণ করেন।
ইমিগ্রেশন কর্মীবৃন্দ আপনার পাসপোর্ট দেখেন, আপনি কোন দেশ কখন ত্যাগ করছেন বা কোন দেশে কখন পৌঁছাচ্ছেন তা দেখেন।
ফ্লাইট ক্রু হলেন সেসব কর্মীরা যারা উড়োজাহাজটি উড়ান। সাধারণতঃ একজন পাইলট/ক্যাপ্টেন, একজন সহকারী পাইলট এবং একজন নেভিগেটর থাকেন যিনি ভ্রমণ পথ নিরীক্ষণ করেন। কখনও কখনও আবার সেখানে একজন ইঞ্জিনিয়ার বা প্রোকৌশলীও থাকেন।
কেবিন স্টাফ হলেন সেসব পুরুষ এবং মহিলা যারা ফ্লাইট চলাকালীন আপনার দেখাশোনা করেন। আজকাল তাদেরকে 'stewardess' বলা হ্য় না বরং বলা হয় 'flight attendant'.
এয়ার মার্শাল হলেন একজন তিন তারকাবিশিষ্ট বিমান কর্মকর্তার পদবী যা কোন রাজকীয় বিমান বাহিনীতে ব্যবহৃত হয়। এই পদবীটি কমনওয়েলথের দেশগুলোসহ অনেক দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হয় যাদের মধ্যে ইতিহাসগতভাবে ব্রিটিশদের প্রভাব আছে।
এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকগণ বিমানগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য তাদের চলাচলে সমন্বয় সাধন করেন । তারা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল টাওয়ারে কাজ করেন।
কুরিয়ার হলেন একজন ভ্রমণকারীর বেতনভুক্ত সহকারী, বিশেষতঃ একটি ট্র্যাভেল এজেন্সি কর্তৃক নিয়োগকৃত একজন পর্যটকের পথ নির্দেশক বা গাইড।
সফর প্রতিনিধি হলো একটি ট্র্যাভেল এজেন্সি দ্বারা নিয়োগকৃত এমন একজন ব্যক্তি যে ছুটি কাটানোর সময় ভ্রমণকারীদের দেখা শোনায় সাহায্য করেন।