আপনি রংধনুর সাতটি রঙের নাম সম্ভবতঃ আগে থেকেই জানেন: vibgyor বা বেনীআসহকলা। অর্থাৎ-violet, indigo, blue, green, yellow, orange and red. বাংলায় বললে বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এখানে আমরা ইংরেজী আরও কিছু রঙের নাম শিখবো যেগুলো আপনি কথা বলা বা লেখার সময় ব্যবহার করতে পারবেন।
Gold হলো একটু গাঢ় হলুদ, Primrose একটু হালকা হলুদ এবং Buttercup হলো একটা শক্তিশালী, গাঢ় হলুদ রং।
Oatmeal / Fawn / Beige হচ্ছে একটু হালকা বাদামী বা brown রং।
Magenta হলো Pink বা গোলাপী রঙের প্রযুক্তিগত নাম যা বেশীর ভাগ ইংকজেট প্রিন্টারের ছাপার কালির নামে ব্যবহার করতে দেখা যায়।
Maroon এবং Burgundy দুটোই একধরনের গাঢ় লাল রঙের নাম।
Crimson হলো একটা গাঢ়, সুন্দর লাল রং এবং scarlet হলো একটা উজ্জ্বল কিছুটা হলুদাভ লাল রং। আর Rose হচ্ছে গাঢ় লাল গোলাপ ফুলের রং।
Emerald হলো কিছুটা নীলের ছোঁয়াসহ গাঢ় সবুজ রং এবং Khaki হলো কম সবুজ ও বেশী হলুদাভ এবং বাদামী রং।
Turquoise এবং Jade হলো নীল ও সবুজের মাঝামাঝি রং। আর ইংকজেট প্রিন্টারে ব্যবহৃত নীলাভ-সবুজ রঙের কালির প্রযুক্তিগত নাম হচ্ছে Cyan.
Royal blue হলো একটা গাঢ়, প্রানবন্ত নীল রং। আর Sky blue হচ্ছে আকাশী নীল রং যা দেখতে পরিষ্কার মেঘমুক্ত দিনের বেলার আকাশের রঙের মতো।
Navy blue হচ্ছে খুব গাঢ়, প্রায় কালোর কাছাকাছি নীল রং। আর Midnight blue হলো Navy blue থেকে কিছুটা হালকা বা ধূসর প্রকৃতির নীল রং।
Lilac হলো গোলাপী আভাসহ হালকা বেগুনী রং এবং Lavender হলো নীলাভ হালকা বেগুনী রং। আর Mauve হচ্ছে ধূসর আভাসহ হালকা বেগুনী বা গোলাপী রং।