"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Rainbow baby

একটি সন্তান হারানোর পর জন্ম নেয়া শিশুদের বলা হয় রেইনবো বেবি। শিশু হারানোর শোকাচ্ছন্ন পরিবারে তারা (রেইনবো বেবি) নবসূচনা, আশার প্রতীক হিসেবে কাজ করে।

ঝড়-বৃষ্টির পর অন্ধকার কেটে সূর্য উঠে আলো ঝলমল আকাশে যেভাবে রংধনু যেভাবে মানবমন, প্রকৃতিকে উদ্দীপ্ত করে তোলে, তেমনি শিশু মৃত্যুতে কাতর পরিবারে নতুন করে বেঁচে থাকার আশা দেখায় তারপর জন্মানো সুস্থ-স্বাভাবিকভাবে শিশু।

Definition 1:

গর্ভপাত, মৃতসন্তান প্রসব ছাড়াও নানা জটিলতায় সদ্য জন্মানো বা জন্মাবার আগেই সন্তানের মৃত্যু হবার পর পুনরায় সুস্থ-স্বাভাবিক শিশুর জন্ম হলে সেই শিশুটিকে rainbow baby বলা হয়।

Definition 2:

Dictionary.com এর সংজ্ঞামতে, গর্ভপাত বা মৃতসন্তান প্রসবের পর জন্ম নেওয়া সুস্থ-স্বাভাবিক শিশুকে বলা হয় রেইনবো বেবি।

English Definition:

লেক্সিকো ডিকশনারি অনুযায়ী,  “A baby born subsequent to a miscarriage, stillbirth, or the death of an infant from natural causes.”

In a sentence:

  • A rainbow baby can help to confront the family who has lost a child during birth.
  • As the rainbow brightens the sky after a storm, rainbow baby comes into their parent’s life to bring joy.

 

Share it: