বিশ্বব্যাপী মানুষের দৈনন্দিন জীবনের একটি অনিবার্য সঙ্গী হিসেবে পরিণত হয়েছে মোবাইল ফোন। যোগাযোগ রক্ষা, তথ্য প্রাপ্তি, বিনোদন মোবাইল ফোন ব্যবহারের অন্যতম কারণ। স্মার্টফোনের আগমনে ফোনের বহুবিধ ব্যবহারের সুযোগ হবার ফলে অনেকেই মোবাইল আসক্তির শিকার হচ্ছে।
এই আসক্তি প্রাপ্ত বয়সীদের তুলনায় শিশু, কিশোর, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বেশি দেখা যায়। অতি মাত্রায় মোবাইল ব্যবহারের কারণে সৃষ্ট এই আসক্তি সময়ের ব্যবধানে অনেকের মাঝেই হতাশা বা উদ্বিগ্নতার সৃষ্টি করছে।
মোবাইল ফোন ব্যবহার করতে না পারা কিংবা মোবাইল ফোন ছাড়া থাকার ভীতি থেকে তৈরি হওয়া আতংক বা উদ্বিগ্নতাকে Nomophobia বলা হয়।
ক্যামব্রিজ ডিকশনারি অনুসারে, “Fear or worry at the idea of being without your mobile phone or unable to use it.”
No mobile phone phobia= Nomophobia.