"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Modern Slavery

ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে মানুষের উপর শোষণ চলছে। অতীতে মানুষকে কৃতদাস হিসেবে বিক্রি এবং ক্রয় করা হতো। বর্তমানে এই প্রথা বিলুপ্ত হলেও নানা ভাবে মানুষ আজও নিজের স্বার্থে অন্য মানুষের উপর নানা ভাবে বা নানা উপায়ে নিপীড়ন বা শোষণ করে চলছে। যা কিনা অতীতের সেই দাসত্বের আধুনিক সংস্করণ।  

Definition:

ব্যক্তিগত বা বাণিজ্যিক স্বার্থ এবং মুনাফালাভের জন্য অন্য ব্যক্তিকে শোষণ, নিপীড়ন, নির্যাতন  করাকে Modern slavery বা  আধুনিক দাসত্ব বোঝায়। 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী,

"The condition of being forced by threats or violence to work for little or no pay, and of having no power to control what work you do or where you do it."

মানব পাচার, জোর করে কাজ করানো, শিশুশ্রম, চুক্তিভুক্ত শ্রমিক, বংশানুক্রমে দাসত্ব, জোরপূর্বক বিয়ে এবং বাল্য বিবাহ, পতিতাবৃত্তি ইত্যাদি আধুনিক দাসত্বের অন্যতম মাধ্যম। 

 

In a sentence:

  • Child prostitution is a very widespread form of modern slavery.
Share it: