কর্মক্ষেত্র থেকে বা সামাজিকভাবে নির্দিষ্ট কোনো মানুষকে বর্জন করার মানসিকতা। এ ধরনের আচরণ অবশ্যই বৈষম্যমূলক এবং এখানে মানুষের বৈচিত্র্যতাকে মেনে না নিয়ে বরং বর্জন করা হয়। এখানে "Cancel" বা ত্যাগ করার "Culture" বা চর্চাকে বুঝায়।
Definition 1:
অন্যের মতের সাথে মেলে না এমন কোন কথা বা কাজ যদি কেউ বলে বা করে, সেজন্য সমাজ বা কর্মক্ষেত্র তাকে থেকে বর্জন করার যে অভ্যাস তা Cancel Culture বা বর্জন চর্চা।
Definition 2:
ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী,
সামাজিক বা সংঘবদ্ধভাবে করা এমন একধরনের আচরণ যেখানে কারো কোন কথায় আঘাতপ্রাপ্ত হবার কারণে তার উপর থেকে সম্পূর্ণভাবে সমর্থন বর্জন করা হয় এবং সামাজিকভাবেও পরিত্যাগ করা হয়। ।
English Definition:
অক্সফোর্ড ডিকশনারির মতে,
"The practice of excluding somebody from social or professional life by refusing to communicate with them online or in real life, because they have said or done something that other people do not agree with."
জনপ্রিয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রশ্নবিদ্ধ কাজ বা কথায় আঘাতপ্রাপ্ত হলে, সামাজিকভাবে দলবদ্ধ হয়ে তাদের বর্জন করা অথবা তাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজটি বেশি করা হয়ে থাকে।
Use in a Sentence